গোয়া, 13 মার্চ : জসপ্রীত বুমরার হবু কনে কে ? কয়েকদিন ধরে হন্যে হয়ে এই প্রশ্নের উত্তর খুঁজেছেন তাঁর অনুগামীরা ৷ দুই দক্ষিণী অভিনেত্রী, স্পোর্টস চ্যানেলের অ্যাঙ্কার, সম্ভাব্য় তালিকায় ছিলেন অনেকেই ৷ অবশেষে ভারতীয় দলের তারকা পেসারের হবু স্ত্রীকে খুঁজে পাওয়া গিয়েছে ৷ আর এই খবর ফাঁস করেছেন অভিনেত্রী তারা শর্মা সালুজা ৷ 14-15 মার্চ গোয়ার সমুদ্রসৈকতে টিভি প্রেজেন্টার সঞ্জনা গণেশনের সঙ্গে গাঁটছড়া বাঁধবেন বুমরা ৷
নিজের টক শো 'দ্য তারা শর্মা শো'য়ে জসপ্রীত বুমরাকে অতিথি হিসেবে নিয়ে এসেছিলেন তারা শর্মা ৷ ইউটিউবের সেই লিঙ্ক ইনস্টাগ্রামে পোস্ট করে তারা লেখেন, "জসপ্রীত বুমরা ও সঞ্জনা গণেশনকে বিয়ের আগাম শুভেচ্ছা জানাই ৷ আমাদের তরফে অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা ৷ শোয়ে তোমার সঙ্গে কথা বলে খুব ভালো লেগেছিল ৷ সবসময় চাইতাম তোমরা দুজন আমার শোয়ে এসো ৷ শোয়ের ষষ্ঠ সিজনে সেটা সম্ভব বলেই মনে হচ্ছে ৷ তোমার পরিবারকেও শুভেচ্ছা জানাই ৷" তারার এই শুভেচ্ছাবার্তাতেই সব কিছু স্পষ্ট হয়ে যায় ৷