পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

সঞ্জনায় ক্লিন বোল্ড বুমরা, গোয়ায় বিয়ে - বুমরা-সঞ্জনার বিয়ে

পরিবার ও ঘনিষ্ঠ আত্মীয়দের উপস্থিতিতে বিয়ে সম্পন্ন হবে ৷ অতিথি সংখ্যা মাত্র 20 ৷

CONFIRMED! Jasprit Bumrah-Sanjana Ganesan to tie the knot in Goa
CONFIRMED! Jasprit Bumrah-Sanjana Ganesan to tie the knot in Goa

By

Published : Mar 13, 2021, 3:43 PM IST

গোয়া, 13 মার্চ : জসপ্রীত বুমরার হবু কনে কে ? কয়েকদিন ধরে হন্যে হয়ে এই প্রশ্নের উত্তর খুঁজেছেন তাঁর অনুগামীরা ৷ দুই দক্ষিণী অভিনেত্রী, স্পোর্টস চ্যানেলের অ্যাঙ্কার, সম্ভাব্য় তালিকায় ছিলেন অনেকেই ৷ অবশেষে ভারতীয় দলের তারকা পেসারের হবু স্ত্রীকে খুঁজে পাওয়া গিয়েছে ৷ আর এই খবর ফাঁস করেছেন অভিনেত্রী তারা শর্মা সালুজা ৷ 14-15 মার্চ গোয়ার সমুদ্রসৈকতে টিভি প্রেজেন্টার সঞ্জনা গণেশনের সঙ্গে গাঁটছড়া বাঁধবেন বুমরা ৷

নিজের টক শো 'দ্য তারা শর্মা শো'য়ে জসপ্রীত বুমরাকে অতিথি হিসেবে নিয়ে এসেছিলেন তারা শর্মা ৷ ইউটিউবের সেই লিঙ্ক ইনস্টাগ্রামে পোস্ট করে তারা লেখেন, "জসপ্রীত বুমরা ও সঞ্জনা গণেশনকে বিয়ের আগাম শুভেচ্ছা জানাই ৷ আমাদের তরফে অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা ৷ শোয়ে তোমার সঙ্গে কথা বলে খুব ভালো লেগেছিল ৷ সবসময় চাইতাম তোমরা দুজন আমার শোয়ে এসো ৷ শোয়ের ষষ্ঠ সিজনে সেটা সম্ভব বলেই মনে হচ্ছে ৷ তোমার পরিবারকেও শুভেচ্ছা জানাই ৷" তারার এই শুভেচ্ছাবার্তাতেই সব কিছু স্পষ্ট হয়ে যায় ৷

আরও পড়ুন : মার্চেই সাতপাকে বুম বুম ! পাত্রী কে ? জল্পনা তুঙ্গে

প্রথমে মডেলিং এবং পরে একটি জনপ্রিয় স্পোর্টস চ্যানেলে অ্যাঙ্কারের কাজ করেছেন সঞ্জনা গণেশন ৷ বহু ক্রিকেট ম্যাচ কভার করেছেন ৷ সেখান থেকেই বুমরার সঙ্গে আলাপ এবং প্রেম ৷ ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ় চলাকালীনই ব্যক্তিগত কারণ দেখিয়ে ছুটি নিয়েছিলেন বুমরা ৷ ব্যস্ত শিডিউল থেকে বুমরার ছুটি নেওয়ার কারণ অবশ্য আগেই ফাঁস করে দিয়েছিলেন বিসিসিআইয়ের এক কর্তা ৷ কিন্তু কনের পরিচয় এড়িয়ে গিয়েছিলেন তিনি ৷

পরিবার ও ঘনিষ্ঠ আত্মীয়দের উপস্থিতিতে বিয়ে সম্পন্ন হবে ৷ অতিথি সংখ্যা মাত্র 20 ৷ বুমরা এবং সঞ্জনা দুজনেই বিয়ে নিয়ে গোপনীয়তা রাখতে চাইছেন ৷ তাই বিয়ের আসরে অতিথিদের মোবাইল ফোন ব্যবহার করার অনুমতি থাকছে না ৷ যাতে কোনওভাবেই ছবি ফাঁস না হয়ে যায় ৷

ABOUT THE AUTHOR

...view details