পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

কফি থেকে এখন দূরেই থাকেন হার্দিক

করণ জোহরের চ্যাট শো "কফি উইথ করণ"-এ মেয়েদের সম্পর্কে অসম্মাজনক কথা বলেছিলেন হার্দিক পান্ডিয়া ও লোকেশ রাহুল । যা নিয়ে বিতর্ক চরমে ওঠে । জল এতদূর গড়ায় যে ভারতীয় ক্রিকেট বোর্ড এই দুই ক্রিকেটারকে সাময়িকভাবে সাসপেন্ড করে । তাই এখন কফি থেকে দূরেই থাকেন হার্দিক ।

Hardik Pandya
Hardik Pandya

By

Published : Apr 26, 2020, 7:58 PM IST

মুম্বই, 26 এপ্রিল: কফির জন্য একদিন অনেক মূল্য চোকাতে হয়েছে । ক্রিকেট কেরিয়ারটাই অনিশ্চিত হয়ে পড়েছিল । বড়সড় শাস্তির মুখেও পড়তে পারতেন । তাই কফি থেকে দূরেই থাকেন হার্দিক পান্ডিয়া । লকডাউনে বাড়ি বসে ভাইয়ের সঙ্গে ইনস্টাগ্রাম লাইভ সেশনে এসব কিছুই জানালেন তিনি ।

দীনেশ কার্তিকের সঙ্গে ইনস্টাগ্রাম লাইভ সেশনে ছিলেন দুই ভাই । সেখানেই কথায় কথায় হার্দিক বলেন, "আমি এখন কফি খাই না । তার পরিবর্তে গ্রিন টি খাই । একবার কফি খেয়েছিলাম আর তার জন্য আমাকে অনেক মূল্য চোকাতে হয়েছে । আমি বাজি ধরে বলতে পারি স্টারবাক্সের কফিও এত দামি নয় । তখন থেকে কফি থেকে আমি দূরেই থাকি ।" হার্দিকের এই কথায় বেশ মজা পেয়েছেন নেটিজেনরা ।

প্রসঙ্গত, করণ জোহরের চ্যাট শো "কফি উইথ করণ"-এ মহিলাদের সম্পর্কে অসম্মাজনক কথা বলেছিলেন হার্দিক পান্ডিয়া ও লোকেশ রাহুল । যা নিয়ে বিতর্ক চরমে ওঠে । জল এতদূর গড়ায় যে ভারতীয় ক্রিকেট বোর্ড এই দুই ক্রিকেটারকে সাময়িকভাবে সাসপেন্ডও করে । তখন ভারতীয় দল অস্ট্রেলিয়া সফরে গিয়েছিল । ম্যাচ না খেলেই দেশে ফিরে আসতে হয় দু'জনকে । পরে এই মন্তব্যের জন্য ক্ষমা চাওয়ায় নিষেধাজ্ঞা ওঠে । তারপর থেকেই নাকি কফি থেকে দূরে থাকেন হার্দিক । যদিও পুরোটাই মজার ছলে বলেছেন তিনি ।

চোট সারিয়ে ভারতীয় দলে ফেরার তোড়জোড় করছিলেন হার্দিক । কিন্তু, তার মধ্যেই কোরোনা সংক্রমণের জেরে বন্ধ হয়ে যায় সব ধরনের পেশাদার ক্রিকেট ।

ABOUT THE AUTHOR

...view details