অকল্যান্ড, 23 জানুয়ারি : ভারতীয় দল প্রতিশোধের কথা ভাবছে না ৷ নিউজ়িল্যান্ডেব বিরুদ্ধে প্রথম টি -20 ম্যাচে মাঠে নামার আগে জানিয়ে দিলেন অধিনায়ক বিরাট কোহলি ৷ প্রসঙ্গত এই নিউজ়িল্যান্ডের কাছে হেরেই বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ছিটকে গিয়েছিল ভারত ৷
‘‘একদমই না ৷ প্রতিশোধের কথা মাথায় আসেনি, কিউয়িরা এত ভালো যে প্রতিশোধের কথা চিন্তাই করতে পারবে না ৷’’ সাংবাদিকদের বলেন বিরাট ৷ তিনি আরও বলেন, ‘‘ আমরা নিউজ়িল্যান্ডের জন্য খুশি যে তারা বিশ্বকাপের ফাইনাল খেলেছে ৷ সুতরাং এখানে প্রতিশোধের কোনও ব্যাপার নেই ৷’’