কলকাতা, 30 এপ্রিল: চুনী গোস্বামীর আকস্মিক প্রয়াণে শোকাহত বাংলার ক্রিকেট মহল । ফুটবলার চুনী গোস্বামীর পাশাপাশি ক্রিকেটার চুনী গোস্বামী কম আকর্ষণীয় নন । বাংলার হয়ে রণজি ট্রফির ফাইনাল খেলার নজির রয়েছে তাঁর ।
চুনী গোস্বামীর মৃত্যুতে বঙ্গ ক্রিকেটে শোকের ছায়া - CAB
2011-12 সালে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের তরফে চুনী গোস্বামীকে কার্তিক বসু জীবনকৃতি সম্মানে ভূষিত করা হয় ।
একজন ক্রীড়াবিদ দেশের জার্সিতে ফুটবলে এশিয়া সেরা হওয়ার পর নিজের রাজ্য দলের হয়ে রণজি ট্রফি ফাইনাল খেলেছেন, এমন নজির এ দেশে নেই। CAB প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া শোকবার্তায় বলেছেন, "চুনী গোস্বামীর মৃত্যু অপূরণীয় ক্ষতি । একজন প্রকৃত স্পোর্টিং হিরো হিসেবে মনে রয়ে যাবেন তিনি ।" ফুটবলের পাশাপাশি ক্রিকেটেও তাঁর প্রতিভা ছিল দুরন্ত । 2011-12 সালে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের তরফে চুনী গোস্বামীকে কার্তিক বসু জীবনকৃতি সম্মানে ভূষিত করা হয় । লকডাউনের কারণে এখন সকলেই ঘরবন্দী । CAB-তেও ছুটি । ফলে পতাকা অর্ধনমিত রেখে চুনী গোস্বামীকে শেষ শ্রদ্ধা জানিয়েছে CAB ।
মাঠ এবং মাঠের বাইরে চুনী গোস্বামীকে প্রকৃত নেতা হিসেবে বর্ণনা করেছেন স্নেহাশিস গঙ্গোপাধ্যায় । ফুটবলের পাশাপাশি ক্রিকেট খেলার মুন্সিয়ানাই প্রমাণ করে কত বড় মাপের ক্রীড়াবিদ ছিলেন তিনি ।