সাউদাম্পটন, 11 জুলাই : ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ় টেস্টের তৃতীয় দিনে অনন্য রেকর্ড গড়লেন ব্রিটিশ অধিনায়ক বেন স্টোকস ৷ বিশ্বের ষষ্ঠ ক্রিকেটার হিসেবে টেস্টে 150 টি উইকেট ও 4000 রান করলেন তিনি ৷ ক্যারিবিয়ান ব্যাটসম্যান অ্যালজারি জোসেফের উইকেট তুলে নিয়ে এই কৃতিত্ব গড়েন তিনি ৷
তাঁর আগে এই কৃতিত্ব গড়েছেন গ্যারি সোবার্স, ইয়ান বোথাম, কপিল দেব, জ্যাক ক্যালিক ও ড্যানিয়েল ভেট্টোরি ৷ একই সঙ্গে বিশ্বের দ্বিতীয় দ্রুততম ক্রিকেটার হিসেবে এই কৃতিত্ব গড়লেন বেন স্টোকস ৷ 64টি টেস্ট খেলেই এই রেকর্ড নিজের নামে করলেন স্টোকস ৷
দলের সাময়িক অধিনায়ক বেন স্টোকস বোলিং সহায়ক পিচে টস জিতে ফিল্ডিং করার নিয়ে ইংল্যান্ডকে ব্যাকফুটে ঠেলে দেন ৷ যদিও টেস্টের তৃতীয় দিনে সেই ক্ষতর উপর কিছুটা মলম দেন তিনি ৷ তুলে নেন ওয়েস্ট ইন্ডিজ়ের 4টি উইকেট ৷
আরও পড়ুন :- জার্সিতে ভারতীয় ডাক্তারের নাম, কোরোনা যোদ্ধাকে কুর্নিশ বেন স্টোকসের
ইংল্যান্ড ইনিংসের সময় তাঁর উইকেট নেন ক্যারিবিয়ান অধিনায়ক জেসন হোল্ডার ৷ বোলিং করতে নেমে জবাব দেন স্টোকসও ৷ হোল্ডারকে মাত্র 5 রানেই আউট করেন তিনি ৷ তৃতীয় দিনের শুরুতে 57 রানে এক উইকেট নিয়ে খেলা শুরু করে ওয়েস্ট ইন্ডিজ় ৷ 318 রানে শেষ হয় ক্যারিবিয়ানদের ইনিংস ৷ টেস্টের প্রথম দিন বৃষ্টি বিঘ্নিত হয় ৷ দ্বিতীয় দিনে 204 রানে অলউইকেট হয়ে যায় ইংল্যান্ড ৷ ক্যারিবিয়ান অধিনায়ক জেসন হোল্ডার নেন 6টি উইকেট ৷ চতুর্থ দিনের শুরুতে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে দুই ওপেনার রোরি বার্নস ও ডম সিবলে ব্যাটিং করছেন ৷
কোরোনার কারণে 117 দিনের দীর্ঘ বিরতির পর মাঠে ফিরেছে ক্রিকেট ৷ বায়ো সিকিয়র পরিবেশে ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ় প্রথম টেস্ট ম্যাচ শুরু হয় ৷ কিন্তু প্রথম দিন বৃষ্টির জন্য মাত্র 17 ওভার খেলা হয় ৷