পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

বাবা হওয়াই জীবনের সেরা মুহূর্ত : বিরাট - সন্তান

দলের জয় আর সন্তানের বাবা হওয়ার অনুভূতির মধ্যে কোনও তুলনা হয় না ৷ তবুও বাবা হওয়াটাই তাঁর জীবনের সেরা মুহূর্ত৷ অকপট স্বীকারোক্তি বিরাট কোহলির৷

"Becoming Father Will Be Always The Greatest Moment In My Life," Says Virat Kohli
বাবা হওয়াই জীবনের সেরা মুহূর্ত: বিরাট কোহলি

By

Published : Feb 4, 2021, 10:07 PM IST

দিল্লি, 4 ফেব্রুয়ারি: সন্তানের বাবা-মা হওয়াটা তাঁর এবং অনুষ্কার জীবনের সেরা মুহূর্ত৷ মেয়ের বাবা হওয়ার পর এমনটাই মন্তব্য় করেছে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি৷ সন্তানের জন্মের সময় স্ত্রী অনুষ্কার পাশে থাকতেই অস্ট্রেলিয়া সফরের মাঝে দেশে ফিরে এসেছিলেন তিনি৷ তারপরই সোশাল মিডিয়ায় বাবা হওয়ার কথা জানান ভারতের এই তারকা ক্রিকেটার৷

প্রসঙ্গত, কোহলি যখন সন্তানের মুখ দেখতে দেশে ফিরেছেন, ঠিক তখনই অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়ে সিরিজ জিতছে টিম ইন্ডিয়া৷ অথচ দলের সঙ্গে থাকতে পারেননি অধিনায়ক স্বয়ং৷ কেমন ছিল সেই অনুভূতি? এর জবাবে বিরাট জানান, মাঠে না থাকলেও সতীর্থদের সবক’টি খেলাই তিনি দেখেছেন৷ সমস্ত প্রতিবন্ধকতা জয় করে ভারত যেভাবে ম্য়াচ পকেটে পুরেছে, তাতে তিনি দেশের এই জয়ে তিনি খুশি ও গর্বিত৷

আরও পড়ুন:বিরাট-অনুষ্কার মেয়ের নাম 'ভামিকা'-র অর্থ জানেন?

এই প্রসঙ্গে কথা বলার সময় বিরাট জানান, হাসপাতালে থাকাকালীনই ওয়াশিংটন সুন্দর ও শরদুল ঠাকুরের পার্টনারশিপ দেখেছেন তিনি৷ বিরাটের মতে, সন্তানের বাবা হওয়া আর দলের জয়, এই দু’টোর মধ্যে কোনও তুলনা হয় না৷ তবে সন্তানের বাবা হওয়াটা নিঃসন্দেহে তাঁর জীবনের সেরা মুহূর্ত৷

ABOUT THE AUTHOR

...view details