পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

কোরোনা : এবার জ়িম্বাবোয়ে সফর বাতিল করল BCCI

জুনের 24 তারিখ থেকে শ্রীলঙ্কায় তিনটি একদিনের ও টি-টোয়েন্টি ম্যাচ এবং অগাস্টের 22তারিখ থেকে তিন ম্যাচের একদিনের সিরিজ় খেলার কথা ছিল ৷ কোরোনার প্রাদুর্ভাবের কারণে ওই দুটি সফর বাতিল করা হল ৷

BCCI calls off India's tour of Zimbabwe
জ়িম্বাবোয়ে সফর বাতিল

By

Published : Jun 12, 2020, 7:43 PM IST

মুম্বই, 12জুন : অগাস্ট মাসে ভারতীয় ক্রিকেট দলের জ়িম্বাবোয়ে যাওয়ার কথা ছিল ৷ কিন্তু তা কোরোনা প্যানডেমিকের কারণে বাতিল করল BCCI ৷ গতকাল একই কারণে শ্রীলঙ্কা সফর বাতিলের কথা জানায় ভারতীয় ক্রিকেট বোর্ড ৷

BCCI-এর সম্পাদক জয় সাহ আজ এক বিবৃতিতে জানান, জুনের 24 তারিখ থেকে শ্রীলঙ্কায় তিনটি একদিনের ও টি-টোয়েন্টি ম্যাচ এবং অগাস্টের 22তারিখ থেকে তিনটি একদিনের সিরিজ় খেলার কথা ছিল ৷ কোরোনার প্রাদুর্ভাবের কারণে ওই দুটি সফর বাতিল করা হল ৷

নিউজ়িল্যান্ড সফরের পর ভারত একটিও সিরিজ় খেলেনি ৷ মার্চে সাউথ আফ্রিকার ভারত সফরে আসার কথা ছিল ৷ কোরোনার কারণে সেটিও বাতিল করা হয়েছে ৷ ভারতীয় দল এখনও তাঁদের প্রশিক্ষণ শিবির শুরু করতে পারেনি এবং তা জুলাইয়ের আগে শুরু করার সম্ভাবনা কম ৷ এর আগে BCCI, স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নিক ওয়েবের নির্দেশমত চুক্তিবদ্ধ খেলোয়াড়দের ঘরে থেকে চালিয়ে যেতে পরামর্শ দিয়েছিলেন ৷

নির্দেশ পাওয়ার আগেই বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা, রোহিত শর্মা, জশপ্রিত বুমরা এবং মহম্মদ শামিদের শরীর চর্চার ভিডিয়ো সোশাল মিডিয়ায় দেখতে পাওয়া যায় ৷ শামি উত্তরপ্রদেশে তাঁর নিজের গ্রামের খামারে দৌড়ঝাপ করার সুযোগ রয়েছে ৷ পরিস্থিতি স্বাভাবিক হলে টুর্নামেন্ট শুরু করার আগে খেলোয়াড়দের ছয় সপ্তাহের ক্যাম্পের জন্যে ডাকা হবে ৷

আগে ভারত সরকার স্টেডিয়াম খোলার অনুমতি দিলে BCCI জানায়, এখন দেখা ও অপেক্ষা করা ছাড়া কোন উপায় নেই ৷ কোরোনা সংক্রমণের সংখ্যা বাড়তে দেখে ভারতীয় ক্রিকেট বোর্ড স্টেডিয়াম খোলার অনুমতি দেননি ৷

ABOUT THE AUTHOR

...view details