পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

"ম্যাচের আগে ভারতীয় ক্রিকেটারদের শারীরিক সম্পর্ক করার কথা বলা সবচেয়ে ভুল ছিল" - indian cricket

ম্যাচের আগে ভারতীয় ক্রিকেটারদের শারীরিক সম্পর্ক করার কথা বলা সবচেয়ে ভুল ছিল । নিজের বইয়ে একথা লিখেছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন মনোবিদ প্যাডি আপটন । তবে তিনি বলেন, ম্যাচের আগে শারীরিক সম্পর্কের লাভ নিয়ে তথ্য দিতে গিয়ে রসিকতা করে একথা বলেছিলেন ।

প্যাডি আপটন

By

Published : May 16, 2019, 6:25 AM IST

মুম্বই, ১৬ মে : তাঁর বইয়ের একাধিক বিষয় নিয়ে বিতর্ক বেধেছে । ওই বইয়েই নিজের পেশাদার জীবনের সবচেয়ে বড় ভুলের কথা স্বীকার করেছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন মনোবিদ প্যাডি আপটন । আর সেই ভুল হল ভারতীয় ক্রিকেটারদের ম্যাচের আগে শারীরিক সম্পর্ক করার কথা বলা । তবে আপটনের বক্তব্য, ম্যাচের আগে শারীরিক সম্পর্কের লাভ নিয়ে তথ্য দিতে গিয়ে রসিকতা করে একথা বলেছিলেন তিনি ।

ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন এই মনোবিদ নিজের বই 'দা বেয়ারফুট কোচ'-এ ভারতীয় ক্রিকেটারদের নিয়ে নানা কথা তুলে ধরেছেন । ওই বইয়ের 'ইগো অ্যান্ড মাই গ্রেটেস্ট প্রফেশনাল এরর' চ্যাপ্টারে পেশাদার জীবনের সবচেয়ে বড় ভুলের কথা উল্লেখ করেছেন তিনি । সেখানে লিখেছেন, ২০০৯ সালে দক্ষিণ আফ্রিকায় ICC চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারতীয় ক্রিকেটারদের কিছু তথ্য দেওয়ার জন্য একটি ডকুমেন্ট তৈরি করেছিলেন । সেখানে ম্যাচের আগের শারীরিক সম্পর্কের লাভ নিয়ে কিছু তথ্য লিখেছিলেন ।

বইয়ে আপটন লিখেছেন, "শারীরিক সম্পর্কের জেরে কি ক্রিকেট মাঠে পারফরম্যান্স ভালো হয় ? উত্তর হ্যাঁ । তাই এগিয়ে যাও । এটাই আকর্ষণীয় উত্তর যা প্রত্যেকে শুনতে চায় ।"

আপটনের বক্তব্য, "প্লেয়ারদের কিছু করার জন্য আমি বলিনি । আমি শুধু তথ্য শেয়ার করেছিলাম । তথ্যটা বাদ দিয়ে প্লেয়ারদের যে জোকস আমি বলেছিলাম সেটাই শুধু মিডিয়া সামনে আনে । ওই জোকস করা আমার ভুল ছিল । ওটা আমার পেশাদার জীবনের সবচেয়ে বড় ভুল ।"

ভারতীয় দলের তৎকালীন কোচ গ্যারি কার্স্টেনেরও বিষয়টি খারাপ লেগেছিল । মিডিয়ায় হাসির পাত্র হয়ে ওঠেন আপটন । এরপর বিষয়টি নিয়ে ক্ষমা চান তিনি ।

ওই বইয়ে একাধিক বিষয় নিয়ে ইতিমধ্যে বিতর্ক তৈরি হয়েছে । প্রাক্তন ওপেনার গৌতম গম্ভীরের দুর্বল মন ছিল বলে বইয়ে লিখেছেন তিনি। আবার ২০১৩ সালে IPL-এ রাজস্থান রয়্যালসের টিম থেকে বাদ পড়ে নাকি অধিনায়ক রাহুল দ্রাবিড়ের দিকে তেড়ে গিয়েছিলেন এস শ্রীসন্থ । সেইসময় রাজস্থান রয়্যালসের হেড কোচ ছিলেন আপটন (এবছরও রাজস্থান রয়্যালসের হেড কোচ তিনি) । শ্রীসন্থ অবশ্য আপটনের বক্তব্য খারিজ করে দেন । রাজস্থান রয়্যালসের হেড কোচকে মিথ্যেবাদী বলেন ।

ABOUT THE AUTHOR

...view details