চেন্নাই, 1 জুলাই : ক্রিকেট অনেকদিন ধরেই বন্ধ ৷ এবার টিকটকও বন্ধ ৷ তাহলে কী করবেন ডেভিড ওয়ার্নার ? ভারতে টিকটক অ্যাপ নিষিদ্ধ হওয়ার পর ওয়ার্নারকে প্রশ্ন করলেন দেশের অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন ৷
টিকটক বন্ধ, এবার কী করবেন ডেভিড ওয়ার্নার ? - টিকটক
ভারতে বন্ধ হয়ে গেছে টিকটক ৷ এবার কী করবেন ডেভিড ওয়ার্নার ? প্রশ্ন করেছেন রবিচন্দ্রন অশ্বিন ৷
লকডাউনে সময় কাটাতে চিনা ভিডিয়ো শেয়ারিং অ্যাপ টিকটকে মেতেছিলেন ডেভিড ওয়ার্নার ৷ শুধু নিজেই টিকটক করে ক্ষান্ত হননি তিনি ৷ স্ত্রী ক্যান্ডিস ও দুই মেয়েকেও দলে টেনেছিলেন ৷ বলিডউ, টলিউডি গানে ওয়ার্নার পরিবারের কোমর দোলানো অনুরাগীদের বেশ পছন্দ হয়েছিল ৷ ভারতে বিপুল জনপ্রিয়তা পায় ওয়ার্নারের টিকটক ভিডিয়োগুলি ৷ প্রতিদিনই নিত্যনতুন মজার মজার ভিডিয়ো আপলোড করে অনুরাগীদের মুখে হাসি ফোটাতেন ৷ ওয়ার্নারের ব্যাটিং প্রতিভা নিয়ে আলাদা করে কিছু বলার নেই ৷ তবে লকডাউনের মধ্যে নিজের ক্রিয়েটিভ দিকটিও খুঁজে পান তিনি ৷
সম্প্রতি টিকটকসহ 59টি চিনা অ্যাপ নিষিদ্ধ করেছে কেন্দ্রীয় সরকার ৷ তারপরই স্লেজিংয়ের ভঙ্গিতে অজ়ি ওপেনারকে ট্যাগ করে টুইটারে অশ্বিন লেখেন, "আপ্পো অনওয়ার?" দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের একটি তামিল সিনেমার ডায়লগ এটি ৷ যার তর্জমা করলে দাঁড়ায়, "এবার ডেভিড ওয়ার্নার কী করবে ?" যদিও এই টুইটের জবাবে ওয়ার্নার এখনও কিছু বলেননি ৷