আমেদাবাদ, 6 মার্চ : নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারতীয় দলের জয়জয়কার ৷ টেস্ট ও সিরিজ় দুটোই ভারতের মুঠোয় ৷ এরই সঙ্গে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠল কোহলি অ্যান্ড কোং ৷ আমেদাবাদে ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্ট ইনিংস ও 25 রানে জিতে নিয়েছে ভারত ৷ ঘরের মাঠে 3-1 ব্যবধানে টেস্ট সিরিজ় জিতে লর্ডসে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে টিকিট পাকা করল বিরাট বাহিনী ৷ 18 জুন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তাদের প্রতিপক্ষ নিউজ়িল্যান্ড ৷
আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে তৃতীয় টেস্ট শেষ হয়েছিল মাত্র দু'দিনে ৷ চতুর্থ তথা শেষ টেস্টও পাঁচদিন গড়াল না ৷ আয়ু হল মাত্র তিনদিন ৷ তৃতীয় টেস্টের মতোই শেষ টেস্টেও রুট বাহিনীকে বধ করতে বড় ভূমিকা নিলেন দেশের স্পিনাররা ৷ রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেলদের ঘূর্ণিতে মোদি স্টেডিয়ামে তিনদিনেই ধরাশায়ী হল ইংল্যান্ড ৷ দ্বিতীয় ইনিংসে দশটি উইকেট ভাগাভাগি করে নিলেন অশ্বিন এবং অক্ষর ৷ সবমিলিয়ে চতুর্থ টেস্টে স্পিনাররাই আঠারোটি উইকেট তুলে নিয়েছে ৷ সিরিজ়ের তিনটি ম্যাচে এক ইনিংসে চারবার 5 উইকেট নেওয়ার নজির গড়লেন অক্ষর ৷ এছাড়া প্রথম ভারতীয় বোলার হিসেবে একাধিকবার একটি সিরিজ়ে 30 বা তার বেশি উইকেট নেওয়ার নজির গড়লেন রবিচন্দ্রন অশ্বিন ৷