কলকাতা, 20 জুলাই : মনোজ তিওয়ারিকে (Manoj Tiwary) সামনে রেখেই আসন্ন মরশুমের সম্ভাব্য দলের ফিটনেস শিবিরের কথা ঘোষণা করল ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (The CAB - Cricket Association of Bengal) । 23 জুলাই থেকে ফিটনেস শিবির শুরু হবে । 39 জন ক্রিকেটারের যে তালিকা প্রকাশিত হয়েছে তাতে ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha) এবং অভিমন্যু ঈশ্বরণ (Abhimanyu Easwaran) রয়েছেন । দু'জনেই বিরাট কোহলির ভারতীয় দলের সঙ্গে ইংল্যান্ড সফরে ব্যস্ত । তাঁরা স্বাভাবিকভাবেই এই ফিটনেস শিবিরে যোগ দিতে পারবেন না ।
করোনা আবহাওয়ার জন্য গত একটি গোটা এবং আরও একটি অর্ধেক মরশুম ধরে ঘরোয়া ক্রিকেট হয়নি । ফলে পারফরম্যান্সের ভিত্তিতে শিবিরে ডাক পাওয়ার সুযোগ নেই । তাই ফিটনেস শিবিরের পারফরম্যান্স সিনিয়র দলের দরজা খুলবে । এই তালিকায় অবশ্যই চমক জাগানো নাম মনোজ তিওয়ারি । ইতিমধ্যে তিনি শিবপুর বিধানসভা কেন্দ্র থেকে বিধায়ক হয়েছেন । এই বছর কিছুটা চমক দিয়েই বাংলার প্রাক্তন অধিনায়ক শাসকদল তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন । ক্রিকেটার থেকে রাজনৈতিক নেতা এবং রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী হওয়ার পরে অনেকেই ভেবে ছিলেন মনোজ আর মাঠমুখো হবেন না । অবসর নিয়ে নেবেন । তাছাড়া এই বছরের শুরুতে হাঁটুর চোট নিয়ে বিড়ম্বনার কথাও বলেছিলেন । জানিয়েছিলেন, তিনি হয়ত চোটের জন্য এই মরশুমে খেলতে পারবেন না । এর মধ্যেই ভারতীয় ক্রিকেট বোর্ড রঞ্জি ট্রফি আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে । সিএবি কোচ হিসাবে অরুণ লালকে (Arun Lal) রেখে বাংলা দলের প্রস্তুতি শুরু করার উদ্যোগ নিয়েছে ।