কলকাতা, 1 অক্টোবর: বিগত বছরে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের বার্ষিক আয় হয়েছে 65 কোটি টাকা ৷ শনিবার রাজ্য ক্রিকেট নিয়ামক সংস্থার বার্ষিক সভায় এই তথ্য পেশ করা হয়েছে ৷ এই আয়ের অংশ রাজ্যের সামগ্রিক ক্রিকেট উন্নয়নে ব্যবহার করা হবে ৷ তারই প্রথম ধাপ হিসেবে প্রতিটি অনুমোদিত সংস্থাকে তিন লক্ষ টাকা অনুদান হিসেবে দেওয়ার কথা ঘোষণা করেছে সিএবি ৷ যাতে অনুমোদিত সংস্থাগুলি পরিকাঠামো উন্নয়নের কাজে এই টাকা ব্যবহার করতে পারে ৷
সিএবির অনুমোদিত সংস্থার সংখ্যা 139 ৷ তবে সিএবি-র বার্ষিক সভায় সবকিছু অল গুড নয় ৷ ভিশন টোয়েন্টি টোয়েন্টি কেন বন্ধ করা হল ? এ বিষয়ে উপস্থিত সদস্যদের কিছু অংশ থেকে প্রশ্ন ওঠে, যা বিড়ম্বনায় ফেলে দেয় সিএবির পদাধিকারীদের ৷
এই প্রজেক্ট ঘোষণার দিনই অনেকে আপত্তি তুলেছিলেন ৷ এবার বার্ষিক সভায় তা প্রশ্নের মুখে ফেলে দিল ৷ যদিও সিএবি জানিয়েছে, নতুন প্রতিভার অন্বেষন এবং তাদের গড়ে তোলার কাজ বন্ধ হচ্ছে না ৷ বরং আরও বিশদে করা হবে, যাতে তৃণমূল স্তর থেকে ক্রিকেট প্রতিভা তুলে নিয়ে আসা যায় ৷