নয়াদিল্লি, 16 ফেব্রুয়ারি:ওয়ান-ডে কিংবা কুড়ি-বিশের ক্রিকেটের মোহে নিজের শিকড় ভুলে যাওয়া নয় ৷ বরং কেরিয়ার যত এগিয়েছে ক্রিকেটের শাশ্বত ধারায় আরও বেশি করে নিজেকে ডুবিয়ে রাখতে চেয়েছেন তিনি ৷ রাহুল দ্রাবিড়ের বিকল্প ভারতীয় ক্রিকেটে এখনও আসেনি, ভবিষ্যতে পাওয়া সম্ভব কি না, তা সময়ই বলবে ৷ কিন্তু দ্রাবিড়োত্তর ভারতীয় দল লাল বলের ক্রিকেটে যাঁকে মিডল-অর্ডারের ভরসা হিসেবে পেয়েছে তিনি চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara) ৷ ক্রিজ আঁকড়ে যাঁর ট্রেডমার্ক ব্যাটিং বিপক্ষ বোলারদের কাছে এখনও দুঃস্বপ্নের মত ৷ সেই চেতেশ্বর পূজারা ফিরোজ শা কোটলায় (পরিবর্তিত নাম অরুণ জেটলি স্টেডিয়াম) শুক্রবার নামছেন শততম টেস্ট খেলতে (Cheteshwar Pujara is all set to play his 100th test match) ৷
লম্বা কেরিয়ারে চড়াই-উতরাই ক্রিকেটারদের ক্রিকেটজীবনের অঙ্গ ৷ পূজারাও তার শিকার হয়েছেন ৷ কাউন্টিতে নিজেকে প্রমাণ করে ফের মূলস্রোতে ফিরেছেন টেস্ট ক্রিকেটের নীরব সাধক ৷ অরুণ জেটলি স্টেডিয়ামে আগামিকাল ল্যান্ডমার্ক টেস্ট খেলতে নামার আগে পূজারা তাই জানাচ্ছেন, তিনি বুঝেছেন সময়ের সঙ্গে লাল বলের ক্রিকেটে নিজেকে প্রাসঙ্গিক রাখতে নমনীয় হতে হবে ৷ তিনি সেটাই করেছেন ৷
প্রত্যাশামাফিক পারফরম্যান্স তো আসছিলই না, উপরন্তু মন্থর ব্যাটিংয়ের অভিযোগ ৷ ফলশ্রুতি হিসেবে গতবছর খুব অল্প সময়ের জন্য জাতীয় দল থেকে বাদ পড়েছিলেন সৌরাষ্ট্র ব্যাটার ৷ তারপর সব ভুলে সাসেক্সের হয়ে কাউন্টি মরশুমে হাজারেরও বেশি রান করে পূজারা স্বমহিমায় ফিরেছেন জাতীয় দলে ৷ কতটা কঠিন ছিল ফেরার রাস্তাটা ?