কলকাতা, 26 সেপ্টেম্বর: ভারত আগে কখনও এমন সমস্যার সম্মুখীন হয়নি ৷ যে দলে সেরা চার পেস বোলার রয়েছেন বিশ্বকাপের পনেরোয় ৷ জসপ্রীত বুমরা, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ এবং হার্দিক পান্ডিয়া ৷ যেখানে প্রথম তিনজন পেসারকে বাদ দিলে, ভারতীয় টিম ম্যানেজমেন্টের সামনে একাধিক সমস্যা রয়েছে ৷ আর অলরাউন্ডার তথা সহ-অধিনায়ক হার্দিক পান্ডিয়া চতুর্থ পেসার হিসেবে অটমেটিক চয়েস প্রথম এগারোয় ৷
কিন্তু, এখানেও একটা বিষয় নিয়ে বিতর্ক তৈরি হয়েছে ৷ টিম ম্যানেজমেন্ট লম্বা টেল-এন্ডারের চাপ কমাতে এবং ব্যাটিংয়ে শক্তি বাড়াতে শার্দূল ঠাকুরকে বোলিং-অলরাউন্ডার হিসেবে খেলাচ্ছে ৷ বদলে বাদ দেওয়া হচ্ছে মহম্মদ শামিকে ৷ অন্তত এশিয়া কাপে ভারতীয় দলের প্রথম একাদশ বাছাই থেকে সেটাই স্পষ্ট ৷ কিন্তু, সম্প্রতি শামিও দূরন্ত পারফর্ম করেছেন ৷ আর তার পরেই বিশ্বকাপে অটমেটিক প্রথম একাদশ বাছাতে গিয়ে সমস্যায় রোহিত শর্মা-রাহুল দ্রাবিড় ৷
কিন্তু, ভারতের দু’বারের প্রাক্তন কোচ অংশুমান গায়কোয়াড় পেস বোলিং লাইন-আপ বাছতে গিয়ে দু’বার চিন্তা করেননি ৷ ইটিভি ভারতকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি জানান, চতুর্থ পেসার হার্দিক পান্ডিয়াকে বাদ দিলে ভারতের প্রথম তিন পেস বোলিং-লাইন হবেন, শামি-বুমরা-সিরাজ ৷ তিনি বলেন, ‘‘আমার কোনও সংশয় নেই, বুমরা, শামি এবং সিরাজকে প্রথম একাদশে রাখতে এবং খেলাতে হবে ৷ এর পর যেই আসুক ৷’’