পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Shoaib Akhtar on Bengalis: পাঠানদের সঙ্গে বাঙালিদের একসারিতে বসিয়ে ‘চরমপন্থী’ বলে দাগালেন শোয়েব - শোয়েব আখতার

আফগানদের প্রশংসা করতে গিয়ে, বাঙালিদের চরমপন্থী বলে বসলেন শোয়েব আখতার (Shoaib Akhtar on Bengalis) ৷ তবে, তা তিনি প্রশংসার সুরেই বলেছেন ৷ কিন্তু, বাঙালিদের চরমপন্থী বলে বিতর্ক হবে না, তা হয় না ৷ সোশাল মিডিয়ায় প্রাক্তন পাক পেসারের সমালোচনা ৷

Shoaib Akhtar on Bengali's ETV BHARAT
Shoaib Akhtar on Bengali's

By

Published : Mar 27, 2023, 4:09 PM IST

Updated : Mar 27, 2023, 5:05 PM IST

কলকাতা, 27 মার্চ: বাঙালিরা চরমপন্থী (Bengalis are Extremists) ! এমনই বিতর্কিত মন্তব্য করলেন প্রাক্তন পাকিস্তানি পেসার শোয়েব আখতার ৷ আফগানিস্তানের বিরুদ্ধে 3 ম্যাচের টি-20 সিরিজ পাকিস্তান 2-0 হেরেছে ৷ সেই ম্যাচে আফগানদের পারফরম্যান্সের প্রশংসা করতে গিয়ে বাঙালিদের উদাহরণ টেনে আনেন 'রাওয়ালপিন্ডি এক্সপ্রেস' ৷ আর সেখানেই বাঙালিদের চরম বা কট্টরপন্থী বলে উল্লেখ করেন প্রাক্তন পাক পেসার (Controversial Remarks by Shoaib Akhtar) ৷ শারজায় আফগানিস্তানের বিরুদ্ধে 3 ম্যাচের টি-20 সিরিজ খেলছে পাকিস্তান ৷ প্রথম ম্যাচের পর দ্বিতীয় টি-20 তেও ধরাশায়ী হয়েছে পাকিস্তানি ব্যাটাররা ৷ দ্বিতীয় ম্যাচে 7 উইকেটে পাকিস্তানকে হারিয়েছে আফগানরা ৷

সেই ম্যাচ নিয়ে নিজের ইউটিউব চ্যানেলে বক্তব্য রাখছিলেন শোয়েব আখতার ৷ আফগানিস্তানের জয়ে তিনি খুব খুশি বলেও জানান ৷ আর তারপরেই পাঠান এবং বাঙালিদের একসারিতে বসিয়ে চরমপন্থী বলে দাগিয়ে দিলেন প্রাক্তন পাক তারকা পেসার ৷ মূলত আফগানি পাঠানদের প্রশংসা করতে চেয়েছিলেন তিনি ৷ তবে, শব্দ চয়নে তিনি যে খুবই কাঁচা তা আরও একবার বুঝিয়ে দিলেন ৷ তাঁর কথায়, ‘‘পাঠান এবং বাঙালিরা যদি নিজেদের শক্তিকে একত্রিত করে, তাহলে বিশ্বকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখে এই দুই জাতি ৷’’

এই পর্যন্ত সব ঠিকই ছিল ৷ এর পরেই বিতর্কিত মন্তব্য করে বসেন শোয়েব ৷ নিজের বক্তব্যের কারণ ব্যাখ্যা করতে গিয়ে আফগান এবং বাঙালিদের কট্টরপন্থী বলে উল্লেখ করেন ৷ তাঁর মতে, ‘‘বাঙালিদের মধ্যে চরমপন্থী মনোভাব রয়েছে ৷ আর সেই চরমপন্থাকে ইতিবাচক এবং পরিপক্কভাবে ব্যবহার করলে বাঙালি এবং আফগানরা বিশ্বকে শাসন করতে পারে ৷’’ এর পরেই শোয়েব যোগ করেন, তাঁর পাঠান ভাইরা জেতায় তিনি খুশি ৷

আরও পড়ুন:চিপক থেকেই অবসর নিতে পারেন ধোনি

কিন্তু, বাঙালিদের কট্টরপন্থী বলায় আদতে শোয়েবের শব্দজ্ঞান নিয়ে প্রশ্ন উঠছে ৷ যা নিয়ে সোশাল মিডিয়ায় শোয়েবের আখতারের বিরুদ্ধে অনেকেই ক্ষোভ উগড়ে দিয়েছেন ৷ উল্লেখ্য, তিন ম্যাচের টি-20 সিরিজে পাকিস্তানকে 2-0 ব্যবধানে হারিয়েছে আফগানিস্তান ৷ এই ম্যাচে মূলত আফগান স্পিনার অসাধারণ পারফরম্যান্স করেছেন ৷ তাঁদের নিয়েও বিশেষ প্রশংসাও শোনা গিয়েছে শোয়েবের সেই ভিডিয়োতে ৷ দ্বিতীয় টি-20 ম্যাচে পাকিস্তান নির্ধারিত 20 ওভারে 6 উইকেট হারিয়ে 130 রান করে ৷ জবাবে 19.5 ওভারে 3 উইকেট হারিয়ে 133 রান তোলে আফগানিস্তান ৷ আফজল ফারুকি 4 ওভারে 19 রানে 2 উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন ৷

Last Updated : Mar 27, 2023, 5:05 PM IST

ABOUT THE AUTHOR

...view details