পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Ranji Trophy: দুরন্ত প্রত্যাঘাত, রঞ্জির প্রথম ম্যাচে জয়ের কাছাকাছি মনোজরা

ইডেনে উত্তরপ্রদেশের বিরুদ্ধে ঘুরে দাঁড়াল বাংলা। শেষ দিনে বড় অঘটন না-ঘটলে সরাসরি জয় মনোজ তিওয়ারি অ্যান্ড কোম্পানির জন্য সময়ের অপেক্ষা। শেষদিনে 8 উইকেটে 101 রান চাই তাদের (Bengal need 101 runs on last day to win against UP) ৷

Etv Bharat
Etv Bharat

By

Published : Dec 15, 2022, 10:56 PM IST

কলকাতা, 15 ডিসেম্বর: পিছিয়ে পড়েও প্রত্যাঘাতের মরিয়া চেষ্টা। ইডেনে উত্তরপ্রদেশের বিরুদ্ধে ঘুরে দাঁড়াল বাংলা। শেষ দিনে বড় অঘটন না-ঘটলে সরাসরি জয় মনোজ তিওয়ারি অ্যান্ড কোম্পানির জন্য সময়ের অপেক্ষা। শেষদিনে 8 উইকেটে 101 রান চাই তাদের (Bengal need 101 runs on last day to win against UP) ৷ চার উইকেটে 122 রান নিয়ে খেলতে নেমে তৃতীয়দিন উত্তরপ্রদেশ অলআউট হয়ে যায় 227 রানে। দ্বিতীয়দিনের শেষে অপরাজিত দুই ব্যাটসম্যান রিঙ্কু সিং এবং অক্ষদীপ দলকে টানেন।

প্রথম ইনিংসে 78 রানের পরে দ্বিতীয় ইনিংসে রিঙ্কু সিং করলেন 89। অক্ষদীপ করলেন 53 । এই দুই ব্যাটারের বিদায়ের পরেই ভেঙে পড়ে উত্তরপ্রদেশ। 105 রানে উত্তরপ্রদেশের বাকি ছয় উইকেটের পতন হয় ৷ প্রথম ইনিংসের 29 রানের লিড যোগ করে উত্তরপ্রদেশের রান পৌঁছে যায় 256 রানে। ঈশান পোড়েল, সায়ন শেখর মণ্ডল, আকাশদীপ, প্রীতম চক্রবর্তী দু'টো করে উইকেট নিয়েছেন। শাহবাজ আহমেদের শিকার একটি উইকেট।

শেষ দেড়দিনে উত্তরপ্রদেশের বোলিং সামলে আড়াইশো প্লাস রান তাড়া করাটা চ্যালেঞ্জিংই। কিন্তু প্রথম ইনিংসের ব্যাটিং ব্যর্থতা সরিয়ে দ্বিতীয় ইনিংসে আশার আলো দেখালেন বাংলার ব্যাটাররা। তৃতীয় দিনের শেষে বাংলা 2 উইকেট হারিয়ে 156 রান তুলেছে বাংলা। অপরাজিত দুই ব্যাটার অনুস্টুপ মজুমদার (44) এবং কৌশিক ঘোষ (69)। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলা একসময় 61 রানের মধ্যে জোড়া উইকেট খুইয়ে বসেছিল তারা। অভিষেক দাস এবং সুদীপ ঘরামি আউট হয়ে ফিরে যাওয়ার পর নির্ভরতা দিচ্ছেন অনুস্টুপ, কৌশিক। শেষদিনে জয়ের জন্য 101 রান চাই বাংলার, হাতে আট উইকেট।

আরও পড়ুন: শিভম মাভির 6 উইকেট, উত্তরপ্রদেশের বিরুদ্ধে রঞ্জিতে কোণঠাসা বাংলা

অধিনায়ক মনোজ তিওয়ারি বলছেন, "ছোট ভুল শুধরে নিতেই ব্যাটাররা ছন্দে ফিরেছে।" শেষদিনে উত্তরপ্রদেশের বোলারদের সামলে সরাসরি জয়ই পাখির চোখ। বাংলা শিবিরের আশা কৌশিক এবং অনুস্টুপের ইনিংস আরও দীর্ঘ হবে।

ABOUT THE AUTHOR

...view details