কলকাতা, 15 ডিসেম্বর: পিছিয়ে পড়েও প্রত্যাঘাতের মরিয়া চেষ্টা। ইডেনে উত্তরপ্রদেশের বিরুদ্ধে ঘুরে দাঁড়াল বাংলা। শেষ দিনে বড় অঘটন না-ঘটলে সরাসরি জয় মনোজ তিওয়ারি অ্যান্ড কোম্পানির জন্য সময়ের অপেক্ষা। শেষদিনে 8 উইকেটে 101 রান চাই তাদের (Bengal need 101 runs on last day to win against UP) ৷ চার উইকেটে 122 রান নিয়ে খেলতে নেমে তৃতীয়দিন উত্তরপ্রদেশ অলআউট হয়ে যায় 227 রানে। দ্বিতীয়দিনের শেষে অপরাজিত দুই ব্যাটসম্যান রিঙ্কু সিং এবং অক্ষদীপ দলকে টানেন।
প্রথম ইনিংসে 78 রানের পরে দ্বিতীয় ইনিংসে রিঙ্কু সিং করলেন 89। অক্ষদীপ করলেন 53 । এই দুই ব্যাটারের বিদায়ের পরেই ভেঙে পড়ে উত্তরপ্রদেশ। 105 রানে উত্তরপ্রদেশের বাকি ছয় উইকেটের পতন হয় ৷ প্রথম ইনিংসের 29 রানের লিড যোগ করে উত্তরপ্রদেশের রান পৌঁছে যায় 256 রানে। ঈশান পোড়েল, সায়ন শেখর মণ্ডল, আকাশদীপ, প্রীতম চক্রবর্তী দু'টো করে উইকেট নিয়েছেন। শাহবাজ আহমেদের শিকার একটি উইকেট।