কলকাতা, 24 মে: “বাংলা থেকে আমি প্রচুর ভালোবাসা পেয়েছি । এখানে যা পাই তা বিশ্বের কোনও জায়গায় পাই না।” ত্রিপুরার পর্যটনের বাণিজ্যিক দূত হওয়া প্রসঙ্গে এভাবেই সমালোচকদের 'বাপি বাড়ি যা' করলেন সৌরভ গঙ্গোপাধ্যায় । আইপিএলে দিল্লি ক্যাপিট্যালসের পরামর্শদাতার ভূমিকা পালন করে শহরে ফিরেছেন সোমের সকালে ।
মঙ্গলবার বিকেলেই ত্রিপুরা সরকারের প্রতিনিধিরা সৌরভের বাড়িতে গিয়ে পর্যটনের বাণিজ্যিক দূত হওয়ার প্রস্তাব দেন । বিজেপি-শাসিত রাজ্যের পর্যটন দূত হওয়ার সেই প্রস্তাবে সম্মতি জানান সৌরভ । তারপর থেকেই রাজনৈতিক তরজা শুরু হয়েছে বঙ্গজুড়ে । বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, "বাংলার সরকার সৌরভকে সম্মান জানাতে পারেনি । ত্রিপুরাতে বাঙালিরা রয়েছেন । সেখানকার শাসনভার এখন বিজেপি'র হাতে । তারা সৌরভকে পর্যটনের বাণিজ্যিক দূত করে সম্মান দিয়েছে ।" তাঁর এই বক্তব্যের পালটা দিয়েছে তৃণমূল ।
সৌরভ নিজে যদিও এই রাজনৈতিক তরজায় বিরক্ত, হতাশ । প্রাক্তন ভারত অধিনায়ক বলেন, “একটা সাধারণ বিষয়কে কেন জটিল করা হচ্ছে তা বুঝতে পারছি না । বিষয়টি দেখে হতাশ লাগছে । বলবেন অযথা জটিলতা সৃষ্টি না-করতে । পুরো বিষয়টি বাণিজ্যিক বিষয় । রাজনৈতিক নয় । শাহরুখ খান, অমিতাভ বচ্চন, এমএস ধোনিরা একই ভূমিকায় থাকলে বিতর্ক হয় না । আমি কার সঙ্গে দেখা করলাম, কে আমার বাড়িতে এল তা নিয়ে একটা জল্পনা চলতে থাকে । বলবেন অযথা জটিলতা না-করতে । এটা সম্পূর্ণ সহজ সরল বিষয় ।”