রাঁচি, 9 অক্টোবর: প্রায় 10 বছর পর ফের বাংলার কোনও ক্রিকেটার জাতীয় দলের হয়ে অভিষেক করলেন (Shahbaz Ahmed Makes International Debut) ৷ এ দিন রাঁচিতে দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে ভারতের ক্যাপ পেলেন 28 বছরের শাহবাজ আহমেদ ৷ 2013 সালে মহম্মদ শামি শেষবার বাংলার ক্রিকেটার হিসাবে ভারতের জার্সিতে আত্মপ্রকাশ করেছিলেন ৷ আজ হরিয়ানার শিকরাওয়া গ্রামের বাসিন্দা শাহবাজের ভারতের জার্সিতে অভিষেক হল ৷
বাঁ-হাতি এই স্পিনার এদিন স্পেলের শুরুতেই দক্ষিণ আফ্রিকার ওপেনার জানেমান মালানকে লেগ বিফোর উইকেট করেন ৷ আন্তর্জাতিক ক্রিকেটে এটাই তাঁর প্রথম উইকেট ৷ এর আগে জিম্বাবোয়ে সফরে ওয়াশিংটন সুন্দর চোট পাওয়ায় ভারতীয় স্কোয়াডে প্রথমবার সামিল হয়েছিলেন ৷ কিন্তু, সেই সিরিজে কোনও ম্যাচ খেলার সুযোগ পাননি শাহবাজ ৷ এ দিন টস জিতে রাঁচির মাঠে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক কেশব মহারাজ ৷ ইনিংসের শুরুতেই এদিন ফর্মে থাকা কুইন্টন ডি’ককের উইকেট নেন মহম্মদ সিরাজ ৷ প্লেড অন হন প্রোটিয়া স্টাম্পার-ব্যাটার ৷