কলকাতা, 20 অক্টোবর: পিছিয়ে পড়ে প্রত্যাঘাত ৷ উত্তরপ্রদেশের বিরুদ্ধে এভাবেই এসেছে জয় ৷ এবার সামনে হিমাচল প্রদেশ ৷ মঙ্গলবার থেকে ইডেনে শুরু ম্যাচ ৷ জয় দিয়ে যাত্রা শুরু হওয়ায় বাংলা দলের সাজঘরে এখন আত্মবিশ্বাসের জোরালো হাওয়া ৷ হিমাচল প্রদেশের বিরুদ্ধেও তাই মনোজ তিওয়ারি, অনুস্টুপ মজুমদাররা তেতে রয়েছেন ৷ ডেবিউ হয়েছে রবিকান্ত সিংয়ের ৷ তবে বাইশ গজে বল গড়ানোর আগে চোটের কবলে পেসার প্রীতম চক্রবর্তী (Pritam Chakraborty not to play against Himachal Pradesh in Ranji Trophy 2022-23) ৷
হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে অন্তত 10-12 দিন মাঠের বাইরে থাকতে হবে প্রীতমকে ৷ উত্তরপ্রদেশের বিরুদ্ধে সারপ্রাইজিং ওয়েপন হিসেবে প্রীতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ৷ তাই প্রীতমের অনুপস্থিতি ধাক্কা বাংলা শিবিরে ৷ তাঁর বদলে রবিকান্ত সিং ইশান পোড়েল, সায়নশেখর মণ্ডল, আকাশদীপের সঙ্গে পেস বিভাগের দায়িত্ব সামলাবেন ৷ প্রতিপক্ষ হিমাচল প্রদেশ তাদের শেষ ম্যাচে বাংলার মতোই জয় পেয়েছে ৷ অধিনায়ক ঋষি ধাওয়ান যথেষ্ট ভালো ফর্মে রয়েছেন ৷ তাঁর ব্যাটিং ফর্ম বাংলা শিবিরে নীল নকশায় চিন্তা ছড়াতে পারে ৷