আমেদাবাদ, 7 অক্টোবর:বিশ্বকাপেভারত-পাকিস্তান ম্য়াচ নিয়ে এখন উত্তেজনা তুঙ্গে ৷ শনিবার 14 অক্টোবর ম্যাচের 14000 হাজার অনলাইন টিকিট রিলিজ করল বিসিসিআই ৷ আমেদাবাদের এই ম্যাচের জন্য় ইতিমধ্যেই মুখিয়ে আছে দর্শককূল ৷ বিরাট কোহলি-রোহিত শর্মা নাকি বাবর আজম অ্যান্ড কোং, বাজি মারবেন কারা সেটাই এখন দেখার ৷ নরেন্দ্র মোদি স্টেডিয়ামের আসন সংখ্যাা 1,32,000 ৷ এর আগে প্রথম ম্যাচে ভিড় তেমন হয়নি ঠিকই, তবে ভারত-পাকিস্তান ম্যাচে উত্তেজনা বাধ মানবে না তা সকলেরই জানা ৷
এদিন একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে বিসিসিআই জানিয়েছে, "রবিবার দুপুর বারোটা থেকে শুরু হবে টিকিট বিক্রি ৷ অনুরাগীরা চাইলে https://tickets.cricketworldcup.comএই ওয়েবসাইটে গিয়ে টিকিট সংগ্রহ করতে পারবেন ৷" পাকিস্তান প্রায় 7 বছর পর আবার ভারতে এসেছে ৷ এর আগে 2016 সালে টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে এসেছিল পাকিস্তান ৷ শাহিদ আফ্রিদির দল টি-20 বিশ্বকাপের আসরে সেবার লড়েছিল ভারতের বিরুদ্ধে ৷