মুম্বই, 30 নভেম্বর: কোচ হিসেবে রাহুল দ্রাবিড় ও অন্য়ান্য কোচিং স্টাফেদের সঙ্গে চুক্তি পুনর্নবীকরণের বিষয়টি বুধবারই ঘোষণা করেছিল বিসিসিআই ৷ আর বৃহস্পতিবার সন্ধেয় আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরের তিন ফরম্যাটের সিরিজের জন্যই স্কোয়াড ঘোষিত হল বোর্ডের তরফে ৷ 26 ডিসেম্বর থেকে শুরু হতে চলা লাল বলের ক্রিকেটে খেললেও প্রোটিয়া সফরে সাদা বলের সিরিজে নেই রোহিত শর্মা এবং বিরাট কোহলি ৷
সেক্ষেত্রে নেলসন ম্যান্ডেলার দেশে টি-20 সিরিজে নেতৃত্বের ব্য়াটন থাকছে সূর্যকুমারের যাদবের কাঁধেই ৷ যিনি ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও চলতি টি-20 সিরিজে দলকে নেতৃত্ব দিচ্ছেন ৷ পরবর্তীতে ওয়ান-ডে সিরিজে অধিনায়কত্ব করবেন কেএল রাহুল ৷ আগামী 26 ডিসেম্বর বক্সিং-ডে টেস্ট ম্যাচ দিয়ে শুরু হচ্ছে লাল বলের সিরিজ ৷ দু'ম্যাচের সেই সিরিজে বাইশ গজে প্রত্যাবর্তন হচ্ছে অধিনায়ক রোহিত শর্মার ৷ বিশ্বকাপ ফাইনালে হারের পর দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজই হবে অধিনায়ক হিসেবে 'হিটম্যান'-এর প্রথম অ্যাসাইনমেন্ট ৷ সাদা বলে রোহিত এবং বিরাটের অনুপস্থিতির কারণও এদিন জানিয়েছে বিসিসিআই ৷
বোর্ডের তরফে জানানো হয়েছে, রোহিত এবং বিরাট দু'জনেই প্রোটিয়া সফরে সংক্ষিপ্ত ফরম্যাটে বিশ্রাম চেয়েছেন ৷ তাঁদের চাহিদাকে অগ্রাধিকার দিয়ে দুই তারকাকে সাদা বলের ফরম্যাটে বিশ্রামে রাখা হয়েছে ৷ পাশাপাশি ওডিআই সিরিজে না-থাকলেও একইভাবে টেস্ট সিরিজে দলে রাখা হয়েছে বিশ্বকাপে দুরন্ত ফর্মে থাকা স্পিডস্টার মহম্মদ শামিকে ৷ তবে উত্তরপ্রদেশের পেসার আপাতত চিকিৎসার মধ্যে রয়েছেন ৷ তাই টেস্ট সিরিজে তাঁকে পাওয়া যাবে কি না, সেটা তাঁর ফিটনেসের উপর নির্ভর করবে বলে জানানো হয়েছে বোর্ডের তরফে ৷
আগামী 10 ডিসেম্বর তিন ম্যাচের টি-20 সিরিজ দিয়ে দক্ষিণ আফ্রিকা সফরে অভিযান শুরু করবে ভারতীয় দল ৷ পরবর্তীতে তিন ম্যাচের ওডিআই ও দু'ম্যাচের টেস্ট সিরিজ সে দেশে খেলবে বিশ্বকাপের রানার্সরা ৷