পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Domestic Cricket : রণজি শুরু 16 নভেম্বর, ঘরোয়া ক্রিকেটের সূচি প্রকাশ - রণজি শুরু 16 নভেম্বর, ঘরোয়া ক্রিকেটের সূচি প্রকাশ

করোনার কারণে গত মরসুমে রণজি ট্রফির খেলা হয়নি ৷ বিসিসিআই আসন্ন 16 নভেম্বর 2021 থেকে 19 ফেব্রুয়ারি 2022, এই তিন মাস রণজি ট্রফির জন্য ধার্য করেছে ৷ এছাড়া বিজয় হাজারে ট্রফি শুরু হবে 23 ফেব্রুয়ারি 2022 ৷ চলবে 26 মার্চ 2022 সাল পর্যন্ত ৷

ঘরোয়া ক্রিকেটের সূচি প্রকাশ
ঘরোয়া ক্রিকেটের সূচি প্রকাশ

By

Published : Jul 3, 2021, 6:22 PM IST

মুম্বই, 3 জুলাই : অবশেষে শুরু হতে চলছে ভারতের ঘরোয়া ক্রিকেট ৷ করোনা প্যানডেমিকের কারণে একবছরে দীর্ঘ সময়ের পর 21 সেপ্টম্বর থেকে শুরু হচ্ছে ঘরোয়া ক্রিকেট ৷ শনিবার ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড 2021-22 মরসুমের ঘরোয়া ক্রিকেটের সূচি প্রকাশ করল ৷

সিনিয়র মহিলা ওয়ানডে লিগ দিয়ে শুরু হচ্ছে ঘরোয়া মরসুম ৷ তারপর 27 অক্টোরব থেকে শুরু হবে সিনিয়র মহিলা ওয়ানডে চ্যালেঞ্জর ট্রফি ৷ সৈয়দ মুস্তাক আলি ট্রফি শুরু হবে 20 অক্টোবর থেকে ৷ সৈয়দ মুস্তাক আলির ফাইনাল হবে 12 নভেম্বর ৷

করোনার কারণে গত মরসুমে রণজি ট্রফির খেলা হয়নি ৷ বিসিসিআই আসন্ন 16 নভেম্বর 2021 থেকে 19 ফেব্রুয়ারি 2022, এই তিন মাস রণজি ট্রফির জন্য ধার্য করেছে ৷ এছাড়া বিজয় হাজারে ট্রফি শুরু হবে 23 ফেব্রুয়ারি 2022 ৷ চলবে 26 মার্চ 2022 সাল পর্যন্ত ৷

আরও পড়ুন : Harbhajan Singh : হ্যাটট্রিক থেকে মাঙ্কিগেট, 41 বসন্ত পার খ্যাতি ও বিতর্কে মোড়া হরভজনের

মহিলা ও পুরুষ বিভাগে বিভিন্ন বয়স ভিত্তিক মোট 2127টি ম্যাচ খেলা হবে ৷ বিসিসিআই সচিব জয় শাহা একটি বিবৃতিতে জানান, বিসিসিআই আশাবাদী ক্রিকেটার, সাপোর্ট স্টাফ ও অন্যান্য সবার স্বাস্থ্য সুরক্ষিত রেখেই ঘরোয়া ক্রিকেটের সমস্ত ম্যাচ শেষ করা যাবে ৷

ABOUT THE AUTHOR

...view details