কলকাতা, 29 অক্টোবর: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পরাজয়ের সঙ্গে বিশ্বকাপে শেষ চারে যাওয়ার আশা কার্যত শেষ পাকিস্তানের । এই অবস্থায় মঙ্গলবার বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নামছে বাবর আজমরা । কলকাতায় শনিবার সন্ধ্যায় পা দিলেও পাক ক্রিকেট দল রবিবার মাঠমুখো হয়নি । হোটেলে জিম সেশন এবং সুইমিং পুলেই ব্যস্ত রাখলেন নিজেদের । কলকাতার বিরিয়ানিতেও মজেছেন তারা ।
বাংলাদেশ বিপর্যয়ের জন্য সমালোচনার ঝড়ের মুখে । গত দু’দশকে সবচেয়ে খারাপ পারফরম্যান্স বাংলাদেশের । শনিবার ইডেনে নেদারল্যান্ডসের বিরুদ্ধে লজ্জাজনক হারের পর স্বীকারোক্তি অধিনায়ক শাকিব আল হাসানের । ডাচদের 229 রানের লক্ষণরেখা তাড়া করতে নেমে 87 রান দূরে শেষ বাংলাদেশ । স্বাভাবিকভাবেই সমালোচনার ঝড় পদ্মাপাড়ে । কেন এই ব্যর্থতা তার কোনও ব্যাখ্যা নেই বলে জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক । বোলিং ভালো হলেও ফিল্ডিং এবং ব্যাটিংয়ের ব্যর্থতায় দলের এই ভরাডুবি । তিনি মানছেন বিশ্বকাপের জন্য পর্যাপ্ত প্রস্তুতি হয়নি । সেই খামতিতেই এই বিপর্যয় । তবে দলের ক্রিকেটাররা যে চলতি বিশ্বকাপের বর্তমান পারফরম্যান্সের চেয়ে ভালো খেলার ক্ষমতা রাখেন তা মনে করিয়ে দিয়েছেন ।
সামনে আরও তিনটে ম্যাচ রয়েছে বাংলাদেশের । কোন লক্ষ্য সামনে রেখে লিটন দাসরা মাঠে নামবেন ? শাকিব বলছেন, আগামী তিন ম্যাচে ভালো পারফরম্যান্স করে ক্রমপর্যায়ে প্রথম আটে থাকা । যাতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতা রক্ষা হয় । শুধু নেদারল্যান্ডস ম্যাচ নয় । পুরো বিশ্বকাপ জুড়েই বিপর্যয় বাংলাদেশের । কেন এই বিপর্যয় তাঁর ব্যাখ্যাও অজানা শাকিবের কাছে । বিশ্বকাপ শুরুর একমাস আগে তামিম ইকবালকে নেতৃত্ব থেকে সরানো হয় । তাঁর এই অপসারণ নিয়ে বিতর্ক চলতে থাকে । সেই আগুন এখনও বাংলাদেশ ক্রিকেটে জ্বলছে । শাকিব মানছেন তামিমের প্রভাব দলে থাকতে পারে । দলের কার মনে কি চলছে তা তিনি জানেন না ।
বিশ্বকাপের মাঝে দেশে ছোটবেলার কোচের কাছে প্র্যাকটিস করতে গিয়েছিলেন শাকিব । তারপর ইডেনে প্রত্যাশা পূরণে ব্যর্থ। তা নিয়ে ইডেনে খেলা দেখতে আসা বাংলাদেশ সমর্থকরা কটাক্ষ করেছেন । সমালোচনার তির শাকিবের দিকে । এই সমালোচনার ঝড় এড়াতে কোনও অজুহাত দেননি বাংলাদেশ অধিনায়ক । প্রত্যাশা পূরণের ব্যর্থতাতেই এই কটুক্তি শুনতে হচ্ছে । এদিকে বাংলাদেশ বোর্ড প্রেসিডেন্ট রবিবার এই ব্যর্থতার জন্য ক্রিকেটারদের কাঠগড়ায় দাঁড় করানোর বদলে পাশে দাঁড়িয়েছেন ।
আরও পড়ুন: দুরন্ত শামি, হাফডজন ম্যাচ জিতে ফের গ্রুপ শীর্ষে টিম ইন্ডিয়া