পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Shakib Al Hasan: বিশ্বকাপের ঠিক আগে তামিম বিতর্কে অবসরের জল্পনা উসকে দিলেন শাকিব - Bangladesh captain Shakib Al Hasan retirement

Shakib Al Hasan Retirement: অবসর নিচ্ছেন শাকিব আল হাাসান ৷ বিশ্বকাপের পর তিনি ধাপে ধাপে বাইশ গজকে বিদায় জানাতে চলেছেন বলে বেসরকারি এক টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে জানান বাংলাদেশ অধিনায়ক ৷

সৌঃ টুইটার
Shakib Al Hasan

By ETV Bharat Bangla Team

Published : Sep 28, 2023, 12:01 PM IST

Updated : Sep 28, 2023, 1:09 PM IST

হায়দরাবাদ, 28 সেপ্টেম্বর:বিশ্বকাপ খেলতে ইতিমধ্যেই ভারতে পৌঁছে গিয়েছে বাংলাদেশ। শুক্রবার তাদের প্রথম প্রস্তুতি ম্যাচ শ্রীলঙ্কার বিরুদ্ধে। গুয়াহাটিতে প্রথম ওয়ার্ম-আপ ম্যাচ খেলতে নামবেন শাকিব আল হাসানরা । তার আগেই অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করলেন শাকিব ৷ সেইসঙ্গে ধাপে ধাপে অবসরের কথাও জানালেন বিশ্ব ক্রিকেটের অন্যতম শ্রেষ্ঠ অলরাউন্ডার। বুধবার এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি জানান, বিশ্বকাপের পরই সরে দাঁড়াচ্ছেন টেস্ট ক্রিকেট থেকে ৷ বিশ্বকাপে যিনি দলকে নেতৃত্ব দেবেন সেই শাকিবের মুখে বিশ্বকাপের ঠিক আগেই অবসরের ঘোষণায় শুরু হয়েছে জল্পনা ৷

তামিম ইকবাল অধিনায়কত্ব ছাড়ার পরে বাংলাদেশের ওয়ান ডে দলের দায়িত্ব নেন শাকিব। কিন্তু বিশ্বকাপের পরে আর সেই পদে থাকতে চান না তিনি। শাকিব বলেন, "বিশ্বকাপের পরে আমি আর দলের অধিনায়ক থাকব না। একটা কথা স্পষ্ট করে দিতে চাই। আমি গত 17 সেপ্টেম্বর নেতৃত্ব ছেড়েছিলাম। কিন্তু তারপরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন ভাই আমাকে অধিনায়ক ফের দায়িত্ব নিতে বলেন। তাই আমি রাজি হয়েছি। তবে তা আমার জন্য নয়, দলের জন্য।"

এরপর শাকিব নিজের অবসর নিয়ে বলেন, "আমি খুব বেশি হলে 2025 সাল পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট খেলব। 2024 সালের টি-20 বিশ্বকাপের পরে সংক্ষিপ্ত ফরম্যাট থেকে অবসর নেব। শেষ একদিনের ক্রিকেট খেলব 2025 সালের চ্যাম্পিয়ন্স ট্রফি। আর টেস্ট ক্রিকেট থেকে বিশ্বকাপের পরেই অবসর নিতে পারি।" বাংলাদেশ অধিনায়ক আরও বলেন, "অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালে আমার জীবনটা অনেক সহজ হবে।" পাশাপাশি শাকিবের প্রশ্ন, "অধিনায়কত্ব আমার কেরিয়ারে কোনও বাড়তি কিছু কি যোগ করেছে ? আমি ক্যাপ্টেন না-হলে আমার জন্য সহজ হত। আমি 10 ওভার বোলিং করব, ব্যাট করব এবং নিশ্চিন্ত থাকব ৷"

উল্লেখ্য, ভারতে বিশ্বকাপ খেলতে আসার সময় বিতর্কে বিদ্ধ বাংলাদেশ ক্রিকেট। বিশ্বকাপের দলে নেওয়া হয়নি তামিমকে। অথচ কয়েক মাস আগেও তিনি বাংলাদেশের অধিনায়ক ছিলেন। দল থেকে বাদ পড়ার পরে মুখ খুলেছেন তামিম। তিনি সরাসরি ষড়যন্ত্রের অভিযোগ করেছেন। সাংবাদিক সম্মেলনে তামিম বলেছিলেন, তাঁর ইনজুরির জন্য নয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের 'নোংরা খেলা'র কারণে তাঁকে দলে নেওয়া হয়নি। বিশ্বকাপ স্কোয়াডে তামিমের পরিবর্তে মাহমুদউল্লাহকে বেছে নেওয়ার জন্য শাকিবকেই দায়ী করেছিলেন তিনি ৷ তবে এই অভিযোগ 'গুজব' বলে উড়িয়ে দিয়েছেন শাকিব। পাশাপাশি তামিম ইকবালের এহেন আচরণ 'শিশুসুলভ' বলে অভিহিত করেন বাংলাদেশে অধিনায়ক।

আরও পড়ুন:বাইশ গজের বিশ্বযুদ্ধের আগে ম্যাক্সওয়েলের স্পিনের মায়াজালে বিরাটরা

Last Updated : Sep 28, 2023, 1:09 PM IST

ABOUT THE AUTHOR

...view details