পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

পাক পেস আক্রমণে নাজেহাল ওয়ার্নার-স্মিথরা, বৃষ্টিবিঘ্নিত মেলবোর্নে অজিদের টানছেন লাবুশেন - অস্ট্রেলিয়ার সংগ্রহ 187 রান

Australia vs Pakistan Second Test: মেলবোর্নে প্রথম দিনের পাক আক্রমণের বিরুদ্ধে সেট হয়েও বড় রান করতে ব্যর্থ হলেন ডেভিড ওয়ার্নার-স্টিভেন স্মিথরা ৷ দিনশেষে স্কোরবোর্ডে তিন উইকেট খুইয়ে অস্ট্রেলিয়ার সংগ্রহ 187 রান ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Dec 26, 2023, 10:24 PM IST

মেলবোর্ন, 26 ডিসেম্বর:প্রথম টেস্টের চতুর্থ ইনিংসে মাত্র 89 রানে পাকিস্তানকে অলআউট করে 360 রানে জয় তুলে নিয়েছিল অস্ট্রেলিয়া ৷ মঙ্গলবার মেলবোর্নে শুরু হল সির্জের দ্বিতীয় তথা বক্সিং-ডে টেস্ট ৷ এমসিজি-তে এমনিতেই ব্যাটিং রেকর্ড বেশ ভালো অস্ট্রেলিয়ার ৷ মঙ্গলবারও দিনের শুরুতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক প্যাট কামিন্স ৷ তিন উইকেট হারিয়ে ক্যাঙারুবাহিনী বৃষ্টিবিঘ্নিত প্রথমদিন শেষ করল 187 রানে ৷

দিনের শুরুটা ভালোই করেন দুই বাঁ-হাতি ওপেনার ডেভিড ওয়ার্নার-উসমান খোয়াজা ৷ দু'জনে মিলে করেন 90 রানের পার্টনারশিপ ৷ আগা সলমনের বলে বাবর আজমের হাতে ক্যাচ দিয়ে প্রথম মাঠ ছাড়েন ওয়ার্নার ৷ তাঁর সংগ্রহে 38 রান ৷ অর্ধশতরানের কাছে এসেও তা হাতছাড়া হয় খোয়াজার ৷ 42 রানের মাথায় হাসান আলির পাতা ফাঁদে পা দিয়ে সলমনের হাতে বন্দি হন তিনি ৷

খোয়াজার উইকেট হারানোর পর চাপ বাড়ে অজি শিবিরে ৷ তার উপর স্বল্প রানে দিনের তৃতীয় শিকার হন স্টিভেন স্মিথ ৷ আমির জামালের বলে খোঁচা দিতে গিয়ে তিনিও মহম্মদ রিজওয়ানের গ্লাভসে বন্দি হন ৷ তবে দিনে শেষে মাঠে অপরাজিত অজি ব্যাটিংয়ের নয়া ভরসা মার্নাস লাবুশান ৷ মিডল-অর্ডারের এই স্তম্ভকে উপড়ে ফেলতে না-পারলে আগামীতে বড় বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়াতেই পারেন তিনি ৷ ইতিমধ্যেই তাঁর ব্যাট থেকে এসেছে 46 রান ৷ 5টি চার দিয়ে সাজানো তাঁর এই ইনিংস ৷

পাশাপাশি ক্রিজে রয়েছেন ট্রাভিস হেড ৷ বর্তমানে দুরন্ত ফর্মে রয়েছেন হেড ৷ ভারতের মাটিতে ওডিআই বিশ্বকাপে জয়ের নায়ক হয়ে উঠেছেন তিনি ৷ এবার অস্ট্রেলিয়াকে তিনি বড় রানে পৌঁছে দিতে পারেন কি না, সেটাই দেখার ৷ পাক বোলিংয়ের ক্ষেত্রে উল্লেখযোগ্য় ভূমিকা পালন করেন হাসান আলি, আগা সলমন এবং আমির জামাল ৷ যদিও মোটামুটি কৃপণ বোলিং করলেও শাহিন আফ্রিদি এখনও উইকেটের খাতা খুলতে পারেননি ৷

আরও পড়ুন:

  1. ব্যর্থ টপ অর্ডার, সেঞ্চুরিয়নে দলকে টানছেন বিরাট শ্রেয়স; মধ্যাহ্নভোজে ভারত তিন উইকেট খুইয়ে 91
  2. অধিনায়ক রোহিতের প্রথম বক্সিং ডে টেস্ট, সেঞ্চুরিয়নে টস জিতে বোলিং প্রোটিয়াদের
  3. 'অধরা মাধুরী'র স্বাদ পেতে চান, রেনবো নেশনে টেস্ট যুদ্ধের আগে অকপট রোহিত

ABOUT THE AUTHOR

...view details