আমেদাবাদ, 8 মার্চ:স্টপগ্যাপ অধিনায়ক স্টিভ স্মিথ এবং উসমান খোয়াজার চওড়া ব্যাট ক্রমেই কপালে ভাঁজ ফেলছিল রোহিত শর্মার ৷ কিন্তু বিরতির পর ত্রাতা মধুসূদন হয়ে দেখা দিলেন রবীন্দ্র জাদেজা ৷ চলতি সিরিজে যাঁর কবজির মোচড়ে বারেবারে বিপদে পড়েছে সফরকারী দল ৷ 2 উইকেটে 75 রান নিয়ে মধ্যাহ্নভোজের পর খেলা শুরু করা অস্ট্রেলিয়া প্রথমদিনের দ্বিতীয় সেশনে কোনও উইকেট হারায়নি ৷ উসমান খোয়াজার সঙ্গে জুটিতে দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছিলেন অধিনায়ক স্মিথ ৷ 2 উইকেটে 149 রান তুলে চা-বিরতিতে যায় ক্যাঙারুব্রিগেড ৷
কিন্তু তৃতীয় সেশনের দ্বিতীয় ওভারে ব্রেক থ্রু ঘটান রবীন্দ্র জাদেজা ৷ বলা যায় বিপক্ষ অধিনায়ককে ক্লিন বোল্ড করে দলকে ম্যাচে ফেরান সৌরাষ্ট্র অলরাউন্ডার ৷ 135 বলে 38 রানে প্যাভিলিয়নে ফেরেন অজি অধিনায়ক ৷ যদিও টিম ইন্ডিয়ার উদ্বেগ জারি রেখে ক্রিজে রয়েছেন ওপেনার উসমান খোয়াজা ৷ 67 রানে অপরাজিত রয়েছেন বাঁ-হাতি ব্যাটার ৷ সঙ্গে রয়েছেন মার্নাস ল্যাবুশেন ৷
টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে এদিনশুরুটা ভালোই করেছিল অজিরা । অর্ধশতরানের জুটি গড়েন দুই ওপেনার ট্রেভিস হেড এবং উসমান খোয়াজা ৷ দলীয় 61 রানের মাথায় রবি অশ্বিনের দুরন্ত বলে ব্যক্তিগত 32 রানে ফিরে যান ট্রেভিস হেড। এরপর 20 বলে 3 রান করে শামির দুরন্ত সুইংয়ে আউট হন ল্যাবুশেন ৷ এরপরই হাল ধরেন উসমান খোয়াজা এবং স্টিভ স্মিথ।
'মাস্ট উইন' টেস্টে একটি পরিবর্তন এসেছে ভারতীয় দলে ৷ মহম্মদ সিরাজের বদলে একাদশে এসেছেন মহম্মদ শামি (Mohammed Shami replaces Mohammed Siraj)। অন্যদিকে অপরিবর্তিতই রয়েছে অজিদের একাদশ । ইন্দোরে 9 উইকেটে জিতে ইতিমধ্যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের টিকিট নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া । আমেদাবাদে জিতলে ওভালের ফাইনালে নামার ছাড়পত্র পেয়ে যাবে ভারতও । ফলে প্রথম সেশন থেকেই স্টিভ স্মিথদের চেপে ধরার চেষ্টা করবে ভারত (Australia chose to bat against India) ।