ইন্দোর, 3 মার্চ: ইন্দোরে তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বড় হার ভারতের (Australia Beat India in 3rd Test) ৷ তৃতীয় দিনের সকালে 9 উইকেটে ভারতকে হারিয়ে বর্ডার-গাভাসকর ট্রফি (Border-Gavaskar Trophy)-র প্রথম জয় পেল অজিরা ৷ আজ সকালে মাত্র 76 রান তাড়া করতে নেমে শুরুতে কিছু সমস্যায় পড়লেও ট্রাভিস হেড (49 অপরাজিত) এবং মার্নস লাবুশেন (28 অপরাজিত) পরিস্থিতি সামলে খেলতে শুরু করেন ৷ ক্রিজে সেট হয়ে যাওয়ার পর ট্রাভিস হেড আক্রমণাত্মক ব্যাটিং করে ভারতের বিরুদ্ধে সিরিজের প্রথম জয় ছিনিয়ে নেন ৷ সেই সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কোয়ালিফাই করল অস্ট্রেলিয়া ৷ মাত্র 13 ঘণ্টার মধ্যেই শেষ হয়ে গেল ইন্দোর টেস্ট।
এদিন সকালে প্রথম ওভারে ওপেনার উসমান খোয়াজাকে শূন্যতে আউট করে রবিচন্দ্রন অশ্বিন ৷ এরপর টার্নিং ট্র্যাকে লাবুশেন এবং হেড সমস্যায় পড়লেও, তাঁদের আউট করতে ব্যর্থ হন ভারতীয় স্পিনারা ৷ এদিন ম্যাচের বল নিয়ে অসন্তোষ প্রকাশ করেত দেখা যায় অশ্বিনকে ৷ তিনি আম্পায়ারের কাছে বারবার বল বদল করার আবেদন জানান ৷ কিন্তু ফিল্ড আম্পায়াররা বল বদল করেননি ৷ আর সেখান থেকেই ম্যাচ অস্ট্রেলিয়ার দিকে ঝুঁকে যায় ৷ অশ্বিনকে প্রতিআক্রমণে যান ট্রাভিস হেড ৷