মুম্বই, 17 মার্চ: শামি-সিরাজের যুগলবন্দিতে ধরাশায়ী শক্তিশালী অজি ব্যাটিং লাইন-আপ ৷ ওয়াংখেড়ে স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ান ডে-তে মাত্র 188 রানে অল-আউট স্টিভ স্মিথরা (Australia All-Out on 188 Run in 1st ODI) ৷ মহম্মদ শামি এবং মহম্মদ সিরাজ দু’জনে 3টি করে উইকেট নেন (Indian Pace Duo Shami-Siraj Strike) ৷ চোট সারিয়ে কামব্যাক করা মিচেল মার্শ (65 বলে 81 রান) একমাত্র ভারতীয় বোলারদের সামনে দাপট দেখিয়েছেন ৷ তিনি এবং স্টিভ স্মিথ দ্বিতীয় উইকেটে 72 রানের পার্টনারশিপ করেন ৷ স্মিথ আউট হতেই, তাসের ঘরের মত ভেঙে পড়ে অস্ট্রেলিয়ার ইনিংস ৷
এদিন টস জিতে ভারত অধিনায়ক হার্দিক পান্ডিয়া বোলিংয়ের সিদ্ধান্ত নেন ৷ তাঁর সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেন সিরাজ ম্যাচের দ্বিতীয় ওভারে ট্রাভিস হেডকে বোল্ড করেন তিনি ৷ এরপর অধিনায়ক স্মিথ (30 বলে 22 রান) এবং মিচেল মার্শ 72 রানের পার্টনারশিপ করেন ৷ অস্ট্রেলিয়ার 77 রানের মাথায় স্টিভ স্মিথ হার্দিকের বলে উইকেটকিপার কেএল রাহুলের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান ৷ এর পরেই ধস নামে অস্ট্রেলিয়ার ইনিংসে ৷ নির্ধারিত ব্যবধানে উইকেট পড়তে শুরু করে ৷