পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Venkatesh Iyer: মাঠে ফিল হিউজের স্মৃতি ! অ্যাম্বুল্যান্সে মাঠ ছাড়লেন ভেঙ্কটেশ আইয়ার - Duleep Trophy

চিন্তন গাজার ছোড়া বলে আহত হলেন ভেঙ্কটেশ আইয়ার (Chintan Gajas Wild Throw Injures Venkatesh Iyer) ৷ দলীপ ট্রফির (Duleep Trophy) সেমি-ফাইনালে পশ্চিমাঞ্চল বনাম মধ্যাঞ্চলের ম্যাচের ঘটনায় ক্রিকেটের মাঠে ফিরল ফিল হিউজের স্মৃতি ৷

Ambulance Inside Ground After Chintan Gajas Wild Throw Injures Venkatesh Iyer
Ambulance Inside Ground After Chintan Gajas Wild Throw Injures Venkatesh Iyer

By

Published : Sep 16, 2022, 8:09 PM IST

Updated : Sep 16, 2022, 10:15 PM IST

কোয়েম্বাটোর, 16 সেপ্টেম্বর: অস্ট্রেলিয়ার শেফিল্ড কাপের ফিল হিউজের ভয়াবহ স্মৃতি যেন ফিরে এল ভারতের মাঠে ৷ অ্যাম্বুল্যান্সে মাঠ ছাড়লেন ভারতীয় অলরাউন্ডার ভেঙ্কটেশ আইয়ার (Chintan Gajas Wild Throw Injures Venkatesh Iyer) ৷ কোয়েম্বাটোরে দলীপ ট্রফির (Duleep Trophy) সেমি-ফাইনালে পশ্চিমাঞ্চল বনাম মধ্যাঞ্চলের ম্যাচ চলাকালীন বলের আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন ভেঙ্কটেশ আইয়ার ৷ এ দিন মধ্যাঞ্চলের হয়ে ব্যাট করার সময় এই ঘটনা ঘটে ৷ ফলো থ্রু-তে মিডিয়াম পেসার চিন্তন গাজার ছোড়া বল ভেঙ্কটেশের মাথায় লাগে ৷

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, 7 নম্বরে নামা ভেঙ্কটেশ আইয়ার চিন্তন গাজার বলে ওভার বাউন্ডারি মেরে ইনিংস শুরু করেন ৷ পরের বলটি আইয়ার ডিফেন্স করে বোলারের দিকে খেলেন ৷ কিন্তু, চিন্তন ফলো থ্রু-তে বল তুলে আইয়ারের দিকে ছুড়ে মারেন ৷ জানা গিয়েছে, থ্রো এতটাই জোরে ছিল যে, ভেঙ্কটেশ আইয়ার লাইন থেকে সরার সময় পাননি ৷ বল তাঁর মাথার পিছনে গিয়ে আঘাত করে ৷ সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন ভারতীয় অলরাউন্ডার ৷

আরও পড়ুন:বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিএবি সভাপতি পদে বসতে চলেছেন স্নেহাশিস

মাঠে ফিজিও এবং চিকিৎসকরাও আসেন ৷ কিন্তু, তাঁর আঘাত এতটাই গুরুতর ছিল যে, আর ব্যাট করতে পারেননি তিনি ৷ মাঠে অ্যাম্বুল্যান্স ঢুকিয়ে তাঁকে বের করে নিয়ে যাওয়া হয় ৷ তবে, পরবর্তী সময়ে তিনি ফের ব্যাট করতে নেমে ছিলেন ৷ কিন্তু, মাত্র 14 রানে তানুশ কোটিয়ানের বলে আউট হন তিনি ৷ মধ্যাঞ্চলের বোলিংয়ের সময় ভেঙ্কটেশের হয়ে ফিল্ডিং করেছেন অশোক মানেরিয়া ৷

Last Updated : Sep 16, 2022, 10:15 PM IST

ABOUT THE AUTHOR

...view details