কোয়েম্বাটোর, 16 সেপ্টেম্বর: অস্ট্রেলিয়ার শেফিল্ড কাপের ফিল হিউজের ভয়াবহ স্মৃতি যেন ফিরে এল ভারতের মাঠে ৷ অ্যাম্বুল্যান্সে মাঠ ছাড়লেন ভারতীয় অলরাউন্ডার ভেঙ্কটেশ আইয়ার (Chintan Gajas Wild Throw Injures Venkatesh Iyer) ৷ কোয়েম্বাটোরে দলীপ ট্রফির (Duleep Trophy) সেমি-ফাইনালে পশ্চিমাঞ্চল বনাম মধ্যাঞ্চলের ম্যাচ চলাকালীন বলের আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন ভেঙ্কটেশ আইয়ার ৷ এ দিন মধ্যাঞ্চলের হয়ে ব্যাট করার সময় এই ঘটনা ঘটে ৷ ফলো থ্রু-তে মিডিয়াম পেসার চিন্তন গাজার ছোড়া বল ভেঙ্কটেশের মাথায় লাগে ৷
সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, 7 নম্বরে নামা ভেঙ্কটেশ আইয়ার চিন্তন গাজার বলে ওভার বাউন্ডারি মেরে ইনিংস শুরু করেন ৷ পরের বলটি আইয়ার ডিফেন্স করে বোলারের দিকে খেলেন ৷ কিন্তু, চিন্তন ফলো থ্রু-তে বল তুলে আইয়ারের দিকে ছুড়ে মারেন ৷ জানা গিয়েছে, থ্রো এতটাই জোরে ছিল যে, ভেঙ্কটেশ আইয়ার লাইন থেকে সরার সময় পাননি ৷ বল তাঁর মাথার পিছনে গিয়ে আঘাত করে ৷ সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন ভারতীয় অলরাউন্ডার ৷