মুম্বই, 5 ডিসেম্বর : শনিবারই জিম লেকার, অনিল কুম্বলের পাশে নিজের নামটা খোদাই করে নিয়েছিলেন ৷ 24 ঘণ্টা কাটতে না কাটতেই আবারও বড়সড় নজির গড়লেন নিউজিল্যান্ডের ভারতীয় বংশোদ্ভূত স্পিনার আজাজ প্যাটেল (Ajaz Patel registers massive test record) ৷ প্রথম ইনিংসে 10 উইকেটের পর দ্বিতীয় ইনিংসে চার উইকেট তুলে নিয়ে প্রাক্তন ইংরেজ অধিনায়ক স্যার ইয়ান বথামকে টপকে গেলেন মুম্বইজাত কিউয়ি ক্রিকেটার (Ajaz Patel surpasses Ian Botham) ৷
ভারতের বিরুদ্ধে একটি টেস্ট ম্যাচে সর্বাধিক উইকেট সংগ্রহের নিরিখে এতদিন স্যার বথামের নাম জ্বলজ্বল করত সবার উপরে ৷ রবিবার ওয়াংখেড়েতে সেই নজির ভেঙে নয়া নজির গড়লেন আজাজ ৷ প্রথম ইনিংসে দশের পর দ্বিতীয় ইনিংসে চার, ওয়াংখেড়ে টেস্টে দু'ইনিংস মিলিয়ে মোট 14 উইকেট নিলেন কিউয়ি বাঁ-হাতি স্পিনার (Ajaz Patel takes 14 wicket in Mumbai Test) ৷ সেইসঙ্গে ভেঙে দিলেন 1980 ভারতের বিরুদ্ধে এক ম্যাচে 13 উইকেট নেওয়া বথামের রেকর্ড ৷