পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ICC World Cup 2023: বিশ্বকাপে শ্রীলঙ্কার বিদায়, চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার ছাড়পত্র আফগানদের - আইসিসি বিশ্বকাপ

Afghanistan Qualify for ICC Champions Trophy: 2025 সালে পাকিস্তানে হতে চলা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোয়ালিফাই করল আফগানিস্তান ৷ আয়োজক পাকিস্তান-সহ বিশ্বকাপে প্রথম আট দল এই টুর্নামেন্টে খেলার যোগ্যতাঅর্জন করবে ৷ সেই নিরিখে গতকালের ম্যাচের ফলাফলের পর আফগানদের প্রথম আটে থাকা নিশ্চিত হয়ে গেল ৷

Image Courtesy: Afghanistan Cricket Board X
Image Courtesy: Afghanistan Cricket Board X

By ETV Bharat Bangla Team

Published : Nov 7, 2023, 12:57 PM IST

মুম্বই, 7 নভেম্বর: চলতি ক্রিকেট বিশ্বকাপে পয়েন্টস টেবিলের প্রথম আটটি দল 2025 আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতাঅর্জন করবে ৷ সেই নিরিখে অজিদের বিরুদ্ধে নামার আগেই প্রথম আটে থাকা নিশ্চিত করল আফগানিস্তান ৷ সোমবার বাংলাদেশের বিরুদ্ধে 3 উইকেটে শ্রীলঙ্কার হারের পরেই 2025 চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিট পেয়ে গেল আফগানরা ৷ শুধু চ্যাম্পিয়ন্স ট্রফি নয়, বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার দৌড়েও রয়েছে তারা ৷

আজ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মুম্বইয়ে খেলতে নামছে হাসমাতুল্লাহ শাহিদির দল ৷ এই মুহূর্তে 7 ম্যাচ খেলে 8 পয়েন্ট নিয়ে 6 নম্বরে রয়েছে আফগানিস্তান ৷ আজকের ম্যাচে অস্ট্রেলিয়ার মতো কঠিন প্রতিপক্ষ থাকলেও, চলতি বিশ্বকাপে আফগানদের পারফর্ম্যান্সের সামনে ছোট-বড় কোনও দলই নিশ্চিন্তে নেই ৷ বিশেষত, আফগানিস্তানের টপ ও মিডল-অর্ডার ব্যাটিংয়ের ফর্ম যে কোনও দলকে সমস্যায় ফেলতে পারে ৷

বিশ্বকাপে আফগানিস্তান তাদের প্রথম ম্যাচ জেতে ইংল্যান্ডের বিরুদ্ধে ৷ 69 রানের বড় জয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের ধাক্কা দিয়েছিল রাশিদ-মুজিবরা ৷ এমনকি পাকিস্তানকে 8 উইকেটে, শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডসকে 7 উইকেটে হারিয়েছেন তাঁরা ৷ আফগানদের বাকি দুই ম্যাচে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার মতো টুর্নামেন্টের অন্যতম সেরা প্রতিপক্ষও নিশ্চিন্তে থাকতে পারবে না ৷ তবে, সেমিফাইনালে ওঠার আশা থাকলেও আফগানরা জানে লক্ষ্যটা এভারেস্ট চড়ার মতো কঠিন ৷ তবে, আফগানদের সেমিফাইনালের দৌড়ে আরও দু’টি বাধা রয়েছে ৷ প্রথমটি প্রতিবেশী দেশ পাকিস্তান ৷ আর দ্বিতীয় নিউজিল্যান্ড ৷ এই দুই দল আলাদা ম্যাচ খেলবে ৷ সেই ম্যাচের ফলাফলের উপর অনেক কিছু নির্ভর করছে ৷

আরও পড়ুন:রাত পোহালে অস্ট্রেলিয়া চ্যালেঞ্জ, আফগানদের উজ্জীবিত করতে শিবিরে হাজির মাস্টার ব্লাস্টার

গতকাল ওয়াংখেড়ে স্টেডিয়ামে সচিন তেন্ডুলকর আফগানিস্তান দলের সঙ্গে দেখা করেন ৷ প্রত্যেক ক্রিকেটারের সঙ্গে কথা বলেন, তাঁদের এই টুর্নামেন্টের পারফর্ম্যান্সের জন্য অভিনন্দন জানান ৷ সচিনের সাক্ষাতে বাড়তি উৎসাহ নিয়ে মাঠে নামবেন আফগান ক্রিকেটাররা ৷ নেটেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচের জন্য বিশেষ অনুশীলন করতে দেখা গিয়েছে নবীন-উল-হক সহ বাকি পেসারদের ৷

ABOUT THE AUTHOR

...view details