শারজা, 25 অক্টোবর : আফগানিস্তানের পাহাড়সমান টার্গেটের সামনে লড়াই ছুঁড়ে দেওয়া দূর অস্ত, ন্যূনতম প্রতিরোধ গড়ে তুলতেও ব্যর্থ হল স্কটল্যান্ড ৷ 191 রানের লক্ষ্যমাত্রার সামনে মুজিব উর রহমান এবং রশিদ খানের ঘূর্ণিতে মাত্র 60 রানেই গুটিয়ে গেল স্কটিশরা ৷ 130 রানের বিরাট জয়ে টি-20 বিশ্বকাপে অভিযান শুরু হল আফগানদের ৷
টস জিতে প্রথমে ব্যাট করে এদিন স্কোরবোর্ডে 190 রান তোলে আফগানিস্তান ৷ জয় তখনই একপ্রকার নিশ্চিত হয়ে গিয়েছিল ৷ পরে মুজিব-রশিদ তাতে সিলমোহল দিলেন মাত্র ৷ তবে জয় যে এত সহজে আসবে তা ভাবা যায়নি ৷ জর্জ মুন্সের দাপুটে ব্যাটে প্রত্যাঘাতের শুরুটা ভালই হয়েছিল স্কটিশদের ৷ কিন্তু চতুর্থ ওভারে তিন উইকেট তুলে নিয়ে স্কটল্যান্ডের কোমর ভেঙে দেন মুজিব উর রহমান ৷ স্কটল্যান্ডের রান তখন 28 ৷ একে একে ফেরেন কোয়েটজার, ম্যাকলিয়ড এবং কোয়ালিফায়ারে দারুণ খেলা বেরিংটন ৷ আর ঘুরে দাঁড়াতে পারেনি ব্রিটিশ যুক্তরাজ্যের অঙ্গদেশটি ৷ 18 বলে 25 রান করে যান জর্জ মুন্সে ৷