কলম্বো, 17 সেপ্টেম্বর: এশিয়া কাপ ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে ভারত ৷ ওয়ান ডে ক্রিকেটের সবচেয়ে বড় ব্যবধানে জয় এসেছে রোহিত শর্মার দলের ৷ ফাইনালে 263 বল বাকি থাকতে রান তাড়া করে ম্যাচ জিতেছে ভারত ৷ কিন্তু এতসব পরিসংখ্যান এত রেকর্ড সম্ভব হত না, যদি না সেই মানুষগুলি নাওয়া-খাওয়া ভুলে অক্লান্ত পরিশ্রম করে যেতেন ৷ তাঁরা হলেন গ্রাউন্ডসম্যান ৷ ক্রিকেট মাঠের পরিচর্যা থেকে পিচ তৈরি, সব তাঁদের কাঁধে ৷ বর্ষা বিদায়ের আগে শ্রীলঙ্কায় হয়ে চলা লাগাতার বৃষ্টির মধ্যেও সফলভাবে টুর্নামেন্ট শেষ হয়েছে, একমাত্র তাঁদের কারণে ৷
সেই গ্রাউন্ড স্টাফদের অবদানকে কুর্নিশ জানাল এশিয়ান ক্রিকেট কাউন্সিল ৷ তাই তাঁদের অক্লান্ত পরিশ্রমের পুরস্কার হিসেবে 50 হাজার মার্কিন ডলার আর্থিক পুরস্কার দিল আয়োজক তথা এশিয়া ক্রিকেটের গভর্নিং বডি ৷ এদিন বিসিসিআই সচিব তথা এসিসি’র সভাপতি জয় শাহ শ্রীলঙ্কান পিচ কিউরেটর অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্টের হাতে সেই চেক তুলে দিয়েছেন ৷ শুধু এশিয়ান ক্রিকেট কাউন্সিল নয়, লাগাতার বৃষ্টি সত্ত্বেও সুন্দরভাবে মাঠকে ম্যাচের জন্য প্রস্তুত করায় ধন্যবাদ জ্ঞাপন করলেন মহম্মদ সিরাজও ৷