মুম্বই, 5 সেপ্টেম্বর: আসছে শ্রীলঙ্কার কিংবদন্তি ক্রিকেটার মুথাইয়া মুরলিথরনের বায়োপিক ৷ আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে একমাত্র 800 উইকেটের মালিক মুরলিথরন ৷ তাঁর এই অ্যাচিভমেন্টকে সম্মান জানাতেই ছবির নাম রাখা হয়েছে '800' ৷ মঙ্গলবার মুম্বইয়ে ছিল তাঁর বায়োপিক '800'-র ট্রেলার লঞ্চ ৷ বাণিজ্যনগরীতে কিংবদন্তির বায়েপিকের ট্রেলার লঞ্চ করলেন আরেক কিংবদন্তি সচিন তেন্ডুলকর ৷ মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী হলেও মাঠের বাইরে ততটাই বন্ধু তাঁরা ৷ তাই বিশেষ দিনে বন্ধু সচিনকে আমন্ত্রণ জানাতে ভোলেননি মুরলি ৷
মুম্বইয়ে অফিসিয়াল ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে এদিন মাস্টার ব্লাস্টার ছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন শ্রীলঙ্কান অলরাউন্ডার সনথ জয়সূর্য ৷ '800' ছবিটি এমএস শ্রীপাথির লেখা ও তারই পরিচালনা ৷ ছবিটি প্রযোজনা করেছেন মুভি ট্রেন মোশন পিকচার্স এবং বিবেক রাঙ্গাচারী ৷ ছবিটির ট্রেলার হিন্দি-সহ পাঁচটি ভাষায় লঞ্চ করা হয়েছে। হিন্দির পাশাপাশি ছবিটি তামিল, হিন্দি ও তেলেগু ভাষায় মুক্তি পাবে। বিশ্বের সর্বকালের সফলতম বোলার শ্রীলঙ্কার মুথাইয়া মুরলীধরনের বায়োপিক মুক্তি পেতে চলেছে 6 অক্টোবর। একাধিক ভাষায় মুক্তিও পাবে সিনেমাটি। মুরলীধরনের চরিত্রে অভিনয় করেছেন মধুর মিত্তল।