পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

800 Movie Trailer: মুম্বইয়ে মুরলিথরনের বায়োপিকের ট্রেলার লঞ্চ করলেন সচিন - মাস্টার ব্লাস্টার সচিন

কিংবদন্তি ক্রিকেটার মুথাইয়া মুরলিথরনের বায়োপিক আসছে ৷ মুরলিথরনের '800'-র বায়োপিকের আজ ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে দেখা গেল কিংবদন্তি আরও এক ক্রিকেটার সচিন তেন্ডুলকরকে ৷ মাঠে চির প্রতিদ্বন্দ্বী হলেও বাইরে ততটাই চির বন্ধু তাঁরা ৷ তাই বন্ধুর বায়োপিকের ট্রেলার লঞ্চের অনুষ্ঠানেও দেখা গেল মাস্টার ব্লাস্টারকে ৷

800 Movie Trailer
800 এর ট্রেলার লঞ্চে মাস্টার ব্লাস্টার সচিন

By ETV Bharat Bangla Team

Published : Sep 5, 2023, 10:59 PM IST

মুম্বই, 5 সেপ্টেম্বর: আসছে শ্রীলঙ্কার কিংবদন্তি ক্রিকেটার মুথাইয়া মুরলিথরনের বায়োপিক ৷ আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে একমাত্র 800 উইকেটের মালিক মুরলিথরন ৷ তাঁর এই অ্যাচিভমেন্টকে সম্মান জানাতেই ছবির নাম রাখা হয়েছে '800' ৷ মঙ্গলবার মুম্বইয়ে ছিল তাঁর বায়োপিক '800'-র ট্রেলার লঞ্চ ৷ বাণিজ্যনগরীতে কিংবদন্তির বায়েপিকের ট্রেলার লঞ্চ করলেন আরেক কিংবদন্তি সচিন তেন্ডুলকর ৷ মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী হলেও মাঠের বাইরে ততটাই বন্ধু তাঁরা ৷ তাই বিশেষ দিনে বন্ধু সচিনকে আমন্ত্রণ জানাতে ভোলেননি মুরলি ৷

মুম্বইয়ে অফিসিয়াল ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে এদিন মাস্টার ব্লাস্টার ছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন শ্রীলঙ্কান অলরাউন্ডার সনথ জয়সূর্য ৷ '800' ছবিটি এমএস শ্রীপাথির লেখা ও তারই পরিচালনা ৷ ছবিটি প্রযোজনা করেছেন মুভি ট্রেন মোশন পিকচার্স এবং বিবেক রাঙ্গাচারী ৷ ছবিটির ট্রেলার হিন্দি-সহ পাঁচটি ভাষায় লঞ্চ করা হয়েছে। হিন্দির পাশাপাশি ছবিটি তামিল, হিন্দি ও তেলেগু ভাষায় মুক্তি পাবে। বিশ্বের সর্বকালের সফলতম বোলার শ্রীলঙ্কার মুথাইয়া মুরলীধরনের বায়োপিক মুক্তি পেতে চলেছে 6 অক্টোবর। একাধিক ভাষায় মুক্তিও পাবে সিনেমাটি। মুরলীধরনের চরিত্রে অভিনয় করেছেন মধুর মিত্তল।

ট্রেলার লঞ্চ অনুষ্ঠানের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুরলিথরন বলেন, "আমি খুব গর্বিত ৷ কারণ সচিন তেন্ডুলকার এবং সনথ জয়সূর্য এসেছে আমার জন্য ৷ গত পাঁচ বছরের দীর্ঘ প্রচেষ্টায় আজ তা সফল হল ৷ আশা করি, দর্শক ছবিটি খুবই উপভোগ করবেন ৷ অস্কারজয়ী স্লামডগ মিলিয়নিয়ার ছবির অভিনেতা মধুর মিত্তলকেও অনেক ধন্যবাদ ৷ এ নিয়ে সিনে সমালোচক তরণ আদর্শ একটি ভিডিয়ো টুইট করে শেয়ার করেছেন ও অভিনেতা মধুর মিত্তলকেও শুভেচ্ছা জানিয়েছেন ৷ ট্রেলার লঞ্চের পর এবার শুধু বড় পর্দায় মুরলীধরনের বায়োপিক দেখার অপেক্ষা।

উল্লেখ্য, একসময় বিশ্ব ক্রিকেটের তাবড় ব্যাটসম্যানদের ত্রাস ছিলেন মুথাইয়া মুরলিথরন। কিংবদন্তিক সেই জীবনচিত্রই এবার বড়পর্দায় আসতে চলেছে। 2021 সাল থেকেই এই ছবি নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছে । শুরুতে মুরলিথরনের চরিত্রে ছবিতে বিজয় সেতুপতির অভিনয় করার কথা ছিল। সেই মতো ছবির কাজও এগোচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত বায়োপিকে মুরলির চরিত্রে জায়গা করে নেন স্লামডগ মিলিয়নিয়র-খ্যাত অভিনেতা মধুর মিত্তাল।

আরও পড়ুন:বলিউডে সিক্যুয়ালের সাফল্যের আবহে মুক্তি পেল 'ফুকরে 3' ছবির ট্রেলার

ABOUT THE AUTHOR

...view details