ব্রিস্টল, 27 জুন : ইংল্যান্ডের বিরুদ্ধে একমাত্র টেস্ট ড্র করার পর ভারতীয় মহিলা দলের সামনে নতুন চ্যালেঞ্জ ওয়ানডে সিরিজ় ৷ বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিরুদ্ধে, তাঁদের দেশের মাটিতে সিরিজ় খেলা বরাবরই কঠিন ৷ আর এই সিরিজ়ের প্রথম ওয়ানডেতে ভারতীয় দলের হয়ে অভিষেক হতে চলেছে অষ্টাদশী শেফালি বর্মার ৷
17 বছরের শেফালি ভারতের হয়ে 22 টি আন্তর্জাতিক টি-20 ম্যাচ খেলেছেন ৷ তবে কিছুটা অপ্রত্যাশিতভাবেই ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ়ে দলে জায়গা পাননি শেফালি ৷ সেই সিরিজ়ে লজ্জার হারের সম্মুখীন হয় ভারতীয় দল ৷ পাঁচ ম্যাচের সিরিজ়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 4-1 ব্যবধানে হারে ভারত ৷ তখন থেকেই দলে শেফালির অন্তর্ভূক্তি নিয়ে প্রশ্ন ওঠে ৷
ইংল্যান্ডের বিরুদ্ধেই নিজের টেস্ট অভিষেকে দুই ইনিংসে 96 ও 63 রান করেন শেফালি ৷ তাই ভারতীয় দল যদি কোনও হঠকারী সিদ্ধান্ত না নেয়, তাহলে ব্রিস্টলে শেফালির ওয়ানডে অভিষেক প্রায় পাকা ৷