পুনে, 28 জুলাই : চলে গেলেন দেশের ব্যাডমিন্টন কিংবদন্তি নন্দু নাটেকর (Nandu Natekar) ৷ বয়স হয়েছিল 88 বছর ৷ বয়সজনিত কারণে দীর্ঘদিন ধরে ভুগছিলেন ৷ তবে মাস তিনেক ধরে একটু বেশিই অসুস্থ ছিলেন ৷ আজ সকালে পুনের বাড়িতে মৃত্যু হয় নাটেকরের ৷ দেশের হয়ে আন্তর্জাতিক খেতাব জয়ী প্রথম ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় নন্দু নাটেকর ৷
নিজের সময়ের অত্যন্ত জনপ্রিয় এই শাটলারের মৃত্যুর খবর জানান তাঁর ছেলে টেনিস খেলোয়াড় গৌরব নাটেকর ৷ তবে করোনা সংক্রান্ত নির্দেশিকা মাথায় রেখে কোনওরকম শোকসভার আয়োজন করা হবে না বলে জানিয়েছেন তিনি ৷ 1956 সালে নাটেকর মালয়েশিয়ায় সেলাঙ্গার আন্তর্জাতিক খেতাব জেতেন ৷ এছাড়া 1954 সালে অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালেও পৌঁছান নন্দু নাটেকর ৷ বিশ্ব ব্যাডমিন্টন ক্রমতালিকায় তিন নম্বরে উঠে এসেছিলেন তিনি ৷