পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Badminton legend dies : প্রয়াত সিন্ধু-সাইনাদের পূর্বসূরী নন্দু নাটেকর - Badminton legend dies

দেশের হয়ে আন্তর্জাতিক খেতাব জয়ী প্রথম ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় নন্দু নাটেকর ৷

nandu natekar
nandu natekar

By

Published : Jul 28, 2021, 12:30 PM IST

পুনে, 28 জুলাই : চলে গেলেন দেশের ব্যাডমিন্টন কিংবদন্তি নন্দু নাটেকর (Nandu Natekar) ৷ বয়স হয়েছিল 88 বছর ৷ বয়সজনিত কারণে দীর্ঘদিন ধরে ভুগছিলেন ৷ তবে মাস তিনেক ধরে একটু বেশিই অসুস্থ ছিলেন ৷ আজ সকালে পুনের বাড়িতে মৃত্যু হয় নাটেকরের ৷ দেশের হয়ে আন্তর্জাতিক খেতাব জয়ী প্রথম ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় নন্দু নাটেকর ৷

নিজের সময়ের অত্যন্ত জনপ্রিয় এই শাটলারের মৃত্যুর খবর জানান তাঁর ছেলে টেনিস খেলোয়াড় গৌরব নাটেকর ৷ তবে করোনা সংক্রান্ত নির্দেশিকা মাথায় রেখে কোনওরকম শোকসভার আয়োজন করা হবে না বলে জানিয়েছেন তিনি ৷ 1956 সালে নাটেকর মালয়েশিয়ায় সেলাঙ্গার আন্তর্জাতিক খেতাব জেতেন ৷ এছাড়া 1954 সালে অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালেও পৌঁছান নন্দু নাটেকর ৷ বিশ্ব ব্যাডমিন্টন ক্রমতালিকায় তিন নম্বরে উঠে এসেছিলেন তিনি ৷

আরও পড়ুন :Tokyo Olympics : টোকিয়ো অলিম্পিকসের প্রি-কোয়ার্টারে সিন্ধু

আন্তর্জাতিক ব্যাডমিন্টনে এখন সমীহ করার জায়গায় পৌঁছেছে ভারত ৷ সৌজন্যে পিভি সিন্ধু, সাইনা নেহওয়ালরা ৷ অলিম্পিকস, এশিয়াড, বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ সহ ব্যাডমিন্টনের বড় বড় প্রতিযোগিতায় দেশের নাম উজ্জ্বল করেছেন সিন্ধু-সাইনারা ৷ যার শুরুটা হয়েছিল নন্দু নাটেকরের হাত ধরে ৷ কেরিয়ারে 100টির বেশি জাতীয় ও আন্তর্জাতিক স্তরে খেতাব জয়ের নজির রয়েছে তাঁর ৷ পশ্চিম মহারাষ্ট্রের সাঙ্গালির ছেলে নাটেকর 15 বছর ধরে ভারতীয় ব্যাডমিন্টন জগতকে গর্বিত করেছেন ৷ 1961 সালে পান অর্জুন পুরস্কার ৷

ABOUT THE AUTHOR

...view details