কলকাতা, 31 জানুয়ারি : বর্তমান প্রজন্মের কাছে নামটা হয়ত তেমন পরিচিত নয় ৷ কিন্তু নব্বইয়ের দশকের ভারতীয় ব্যাডমিন্টন জগতের জনপ্রিয় তারকা হলেন দীপঙ্কর ভট্টাচার্য ৷ তিনবারের জাতীয় চ্যাম্পিয়ন সেই শাটলার বর্তমানে ব্রেন টিউমারে ভুগছেন ৷ বৃহস্পতিবার মুম্বইয়ে হবে তাঁর মস্তিষ্কের অপারেশন ৷ টুইট করে জানিয়েছে জাতীয় ব্যাডমিন্টন সংস্থা ৷
48 বছরের দীপঙ্কর ভট্টাচার্য দু'দুবার অলিম্পিকসে অংশ নিয়েছেন ৷ প্রথমবার 1992 সালে বার্সেলোনা অলিম্পিকসে অংশ নিয়েছিলেন ৷ পরের বার 1996 সালে আটলান্টা অলিম্পিকসে ৷ দেশের এই অন্যতম সফল শাটলারের শারীরিক অসুস্থতার খবর নিজেদের টুইটার হ্যান্ডেলে জানিয়েছে ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া ৷ বর্তমানে তিনি হিন্দুজা হাসপাতালে ভরতি রয়েছেন ৷