কলকাতা : জ়ি বাংলার ধারাবাহিক 'কাদম্বিনী' নাকি শেষ হতে চলেছে । ইন্ডাস্ট্রির অন্দরে কান পাতলে অবশ্য এই গুঞ্জনই শোনা যাচ্ছে । অক্টোবরেই নাকি শেষবার সম্প্রচারিত হবে ধারাবাহিকটি ।
প্রায় একই সময়ে দুটি চ্যানেল জ়ি বাংলা এবং স্টার জলসায় সম্প্রচার হতে শুরু করেছিল দেশের প্রথম মহিলা ডাক্তার কাদম্বিনী দেবীর জীবনকে ঘিরে দুটি ধারাবাহিক । জ়ি বাংলার 'কাদম্বিনী'-তে অভিনয় করছিলেন উষসী রায় । স্টার জলসার 'প্রথমা কাদম্বিনী'-তে অভিনয় করছেন সোলাঙ্কি রায় । শোনা যাচ্ছে, পুজোর আগেই নাকি বন্ধ হয়ে যাবে জ়ি বাংলার 'কাদম্বিনী'।