পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

নির্বাচন শেষ, ফিরছে মোদির ওয়েব সিরিজ়

লোকসভা নির্বাচন শেষ। ফের ডিজিটাল প্ল্যাটফর্মে ফিরছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বায়োপিক।

মোদির ওয়েব সিরিজ়

By

Published : May 22, 2019, 12:00 PM IST

মুম্বই : নির্বাচন কমিশনের নির্দেশ। তাই লোকসভা নির্বাচন চলাকালীন ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেওয়া হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বায়োপিক। তবে এবার ফের দেখা যাবে ওয়েব সিরিজ়ট। নির্মাতাদের তরফে এমনই জানান হয়েছে।

IANS-এ প্রকাশিত খবর অনুযায়ী, উমেশ শুক্লা পরিচালিত 'মোদি : জার্নি অফ আ কমন ম্যান' ওয়েব সিরিজ়ের এপিসোড ৬ ও ৭টি ২৩ মে মুক্তির পরিকল্পনা রয়েছে। মোট পাঁচটি ভাষায় স্ট্রিমিং শুরু হবে সিরিজ়টি।

মোদির ওয়েব সিরিজ় প্রসঙ্গে Eros group-র তরফে জানান হয়ে যে তারা ২৩ তারিখে আবার স্ট্রিমিং শুরু হতে চলেছে সিরিজ়টির। সংস্থার চিফ কনটেন্ট অফিসার ঋদ্ধিমা লুল্লা বলেন, "আমরা সিরিজ়টার মাধ্যমে নরেন্দ্র মোদির জার্নি, তাঁর দর্শন ও চিন্তাধারাকে তুলে ধরার চেষ্টা করেছি। ওনার জার্নি সত্যি অনুপ্রেরণা দেয়।"


লোকসভা নির্বাচনের আগে থেকেই একটি ডিজিটাল প্ল্যাটফর্মে চলছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপর তৈরি এই ওয়েব সিরিজ়টি। মোট পাঁচটি এপিসোড ছাড়া হয়েছিল ওয়েব সিরিজ়টির। এরপরই তৃণমূল কংগ্রেসের তরফে নির্বাচন কমিশনের কাছে সিরিজ়টি নিয়ে অভিযোগ পাঠান হয়। তাতেই নির্বাচন কমিশন নির্দেশ দিয়ে স্ট্রিমিং বন্ধ করায় সিরিজ়টির।

ABOUT THE AUTHOR

...view details