কলকাতা : লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায়ের অন্যতম শ্রেষ্ঠ সৃষ্টি 'টেনিদা'। তাঁরই গল্প অবলম্বনে নাটকটি লিখেছেন উজ্জল মণ্ডল। নির্দেশনা করেছেন অনির্বাণ ভট্টাচার্য। হাস্যরসে ভরপুর নাটক 'টেনিদা'। চরিত্র নির্ভর এই নাটক মঞ্চস্থ হয়ে চলেছে বাংলার ঐতিহ্যবাহী মঞ্চ ভাবনায়।
টেনিদা-কে নিয়ে নাটক, পেরোল ৩৫ টি শো - Kolkata theatre
'দৃশ্যপট' নাট্যদলের প্রযোজনায় 'টেনিদা' নাটকটি দর্শকের এত ভালো লেগেছে যে, একের পর এক মঞ্চে দেখানো হচ্ছে এই শো। অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে আবারও মঞ্চস্থ হচ্ছে 'টেনিদা'। খোঁজ নিল ETV ভারত সিতারা।
টেনিদা
ক্যাবলা, হাবুল, প্যালারামকে সঙ্গে নিয়ে টেনিদা ফের একবার দেখা দেবে দর্শককে। যেখানে টেনিদা তাদের কাছে ব্যক্ত করবে নিজস্ব চিন্তাভাবনা। বলবে কিছু ভৌতিক এবং অবিশ্বাস্য গল্প। সঙ্গে রয়েছে একটি দুষ্টু-মিষ্টি প্রেমের গল্পও। নাটকে দেখা যাবে টেনিদার সঙ্গে এক যুবতির রোমান্স।
'টেনিদা' এর আগে ৩৫ বার দেখে ফেলেছেন দর্শক। নাটকটি দর্শকের টানে ফের মঞ্চস্থ হবে ৭ অগাস্ট, অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে, ঠিক সন্ধ্যে ০৬:৩০টায়।