পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

4টে মাইথোলজির এবার ফ্যামিলি ড্রামাতে গৌরব - Gorav Mondol

পরপর চারটি সফল ধারাবাহিকে মাইথোলজিকাল চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা গৌরব মণ্ডল। এবার তিনি আসতে চলেছেন একেবারে অন্য রূপে। ETV ভারত সিতারার সঙ্গে কথা বললেন গৌরব।

গৌরব মণ্ডল ফ্যামিলি ড্রামা

By

Published : Aug 19, 2019, 7:51 PM IST

কলকাতা : 'বেদেনি মলুয়ার কথা' ধারাবাহিকে রাজকুমার সূর্যর চরিত্রে অভিনয় করে প্রথম মাইথোলজিকাল চরিত্রে পদার্পণ করেন অভিনেতা গৌরব মণ্ডল। তারপর তাঁকে দেখা যায় 'ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ' ধারাবাহিকে কৃষ্ণের চরিত্রে। ধারাবাহিকটি এত জনপ্রিয় হয়ে, যে গৌরবকে রাস্তায় দেখে কৃষ্ণ ভক্তেরা বিহ্বল হয়ে পড়তেন। সেটি গৌরবের কাছে ছিল অত্যন্ত আবেগপ্রবণ মুহূর্ত।

কৃষ্ণের পর গৌরবকে দেখা যায় মহাদেবের চরিত্রে 'ওম নমঃ শিবায়' ধারাবাহিকে। সেই ধারাবাহিকেও সাফল্য অর্জন করে গৌরব 'আরব্য রজনী' সিরিয়ালে সুলতান শাহরিয়ার চরিত্রে অভিনয় করেন বেশ কিছুদিন। পরপর মাইথোলজিকাল ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে করে মাইথোলজিকাল হিরোর তকমা লেগে গিয়েছিল গৌরবের গায়ে। তারপরেও দুটি মাইথোলজিকাল চরিত্রের অফার আসে গৌরবের কাছে। কিন্তু গৌরব ফিরিয়ে দেন সেই অফার। নিজের চেনা ছকের ইমেজ থেকে বেরিয়ে আসতে চেয়েছিলেন অভিনেতা। সেই জন্যেই পরিবর্তন করেছেন নিজের চেহারা। ফ্যামিলি হিরো হয়ে ওঠার চেষ্টা করেছেন তিনি।

লম্বা চুল কেটে গৌরব
গৌরব ETV ভারত সিতারাকে জানালেন, "এতদিন ধরে মাইথোলজিকাল চরিত্র করে নিজের একটা কমফোর্ট জ়োন তৈরি হয়েছিল। মানুষ আমাকে মাইথোলজিকাল হিরো হিসেবেই চিহ্নিত করেছিলেন। এবার সেই চেনার ছক থেকে বেরিয়ে ফ্যামিলি ড্রামাভিত্তিক ধারাবাহিকে অংশগ্রহণ করতে চলেছি খুব সম্প্রতি। আমার চরিত্রে অনেকগুলো স্তর আছে। মাথার লম্বা চুল কেটে ফেলেছি। শরীরের ওজন ৯৩ কেজি থেকে ৮ কেজি কমিয়েছি। আমি খুবই এক্সাইটেড। নিজের হান্ড্রেড পার্সেন্ট দেব। আশা করি দর্শকের ভালোলাগবে আমার এই নতুন অবতার।"
ফ্যামিলি ড্রামার নাম বলেননি অভিনেতা

ABOUT THE AUTHOR

...view details