কলকাতা : 'ম্যাজিক মোমেন্টস'এর ধারাবাহিক 'কোড়া পাখি'তে চলছে টানটান পর্ব । আমন (পার্নো মিত্র) সদ্য জানতে পেরেছে তার মাতৃ পরিচয় । এই সত্য সামনে আসার পর থেকেই তোলপাড় আমনের জীবন । শুরু থেকেই শ্বশুরবাড়িতে কোণঠাসা ছিল এই সাঁওতালি মেয়েটি । তার মা যে বিশ্ববরেণ্য সমাজসেবী মৃণালিনী সেন (রিতা দত্ত চক্রবর্তী), জানার পর থেকে মুখার্জি পরিবারের একাংশ আরও বেশি কটুক্তি করতে থাকে তাকে নিয়ে । সকলে জানতে চায় কে তার বাবা । অপমান করতে থাকে মৃণালিনী দেবীকেও ।
ছোটোবেলায় পরিত্যক্ত আমন বেড়ে ওঠে সাঁওতাল পরিবেশে । সে জানত না তার জন্মদাতার পরিচয় । সাঁওতালদের মাঝে তাদের মতো করেই বড় হয়ে ওঠে সে । কথাও বলে তাদের মতোই । যে কারণে, শহুরে পরিবেশে এসে হাসাহাসির পাত্রী হতে হয় আমনকে । ছোটো থেকেই সে জানতে চাইত কে তার বাবা, কে তার মা । গ্রামের বুড়ো শিবের মন্দিরে ভগবানের কাছে সে এই প্রশ্নই তুলেছে বারবার ।
তবে এহেন আমন দমে যাওয়ার পাত্রী নয় । তার মধ্যে রয়েছে অদম্য জেদ এবং একজন ভালো সাংবাদিক হয়ে ওঠার সব রকমের সম্ভাবনা । কলকাতায় এসে বড় বড় খবর ব্রেক করতে শুরু করে সে । সে যে খবরের কাগজে চাকরি করে, তাদের প্রতিদ্বন্দী খবরের কাগজের প্রধান সম্পাদক দেবদূত সিনহা (ভরত কল) । যে দেবদূতের সঙ্গে একসময় প্রেমের সম্পর্ক ছিল মৃণালিনীর । তার কন্যা মেধা (তিতাস ভৌমিক) আবার মনে মনে ভালোবাসে আমনের স্বামী অংকুরকে (ঋষি কৌশিক) । তার প্রতি মেধার দুর্বলতা অংকুরের বিয়ের আগে থেকেই । যদিও অংকুর তাকে বন্ধু ছাড়া আর কিছুই মনে করত না । আমনের মাতৃপরিচয় জানার পর তাকে নানাভাবে অপমান ও অপদস্থ করতে থাকে মেধা ও তার বাবা দেবদূত । আমন যে মৃণালিনীর মেয়ে, এই সত্য জানার পর দেবদূতের অভিমান হয় মৃণালিনীর উপর । কেননা, মৃণালিনী কিছুতেই তার সন্তানের পিতৃপরিচয় জানায় না তাকে । তার সঙ্গে প্রেমের পাশাপাশি মৃণালিনী যে অন্য একজনের সঙ্গে সম্পর্কে লিপ্ত ছিল এই ধারণা তৈরি হয় দেবদূতের মধ্যে । আর তার সেই অভিমান ঘৃণায় পরিণত হয়ে । নিজে একজন সমাজসেবী হয়ে কীভাবে সে তার সদ্যোজাত কন্যাকে পরিত্যাগ করতে পারে, তার চরিত্র কতখানি খারাপ, এসব লিখে নিজের খবরের কাগজে প্রকাশ করে দেবদূত ।
এরপরই আমনের মধ্যে জ্বলে ওঠে বহ্নিশিখা । একজন মহিলা চাইলেই তার সন্তানের পিতৃপরিচয় গোপন করতে পারে, সেই উদারতায় শিক্ষিত আমন সত্যতা যাচাইয়ের চেষ্টা শুরু করবে আগামী এপিসোডগুলিতে । তবে আমনকে সবসময় সাপোর্ট করেছে, যে ব্যক্তি, সে অংকুর । এই বিষয়ে অভিনেতা ঋষি কৌশিক (অংকুর) ETV ভারত সিতারাকে বলেন, "আমনের বাবা কে এটা জানতে আমরাও খুব আগ্রহী । আমার অংকুর চরিত্রটা এমন যে, সে শুরু থেকেই মেনে নিয়েছে আমনের জন্মদাতার কোনও পরিচয় নেই । তাই মাতৃপরিচয় পাওয়ার পর সেও খুব খুশি হয় । তবে সে আগে থেকেই বলেছে, আমনের পাশে সে থাকবে সবসময় ।" এবার বিষয় আমন কি সত্যি জানতে পারবে তার আসল পিতৃপরিচয় ? দেবদূত কি তীব্রভাবে আহত হবে নাকি অনুশোচনায় ডুবে যাবে ? মুখার্জি পরিবারেরই বা কী প্রতিক্রিয়া হবে ? আমন কি তার যোগ্য সম্মান ফিরে পাবে ? 'কোড়া পাখি' ধারাবাহিকে আসছে টানটান পর্ব ।