পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

শুটিংয়ে ব্যস্ত থেকেও 'রাসমণি' দিতিপ্রিয়ার উচ্চমাধ্যমিকে দারুণ ফল

ভবিষ্যতে ইংরেজি বা সোশিওলজি নিয়ে পড়তে চান দিতিপ্রিয়া রায় ।

Ditipriya Roy in Higher Secondary
Ditipriya Roy in Higher Secondary

By

Published : Jul 17, 2020, 9:21 PM IST

কলকাতা : কে বলেছে অভিনয় করতে করতে লেখাপড়া করা যায় না ! যে বলেছে, তার দিকে বুড়ো আঙুল দেখালেন 'করুণাময়ী রানি রাসমণি' ধারাবাহিকের রানিমা দিতিপ্রিয়া রায় । কঠিন শুটিং শিডিউল সামলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিয়েছিলেন দিতিপ্রিয়া । আর তাতেই দারুণ রেজ়াল্ট করেছেন অভিনেত্রী । ওয়েস্ট বেঙ্গল বোর্ডে 82.4 % নম্বর পেয়ে পাশ করেছেন তিনি । ETV ভারত সিতারা কথা বলল দিতিপ্রিয়া সঙ্গে ।


দু'নৌকায় পা দিয়ে চলার ক্ষমতা থাকে না সকলের । তবে মনের জোরে দিতিপ্রিয়া তা করে দেখালেন । একদিকে 'করুণাময়ী রানী রাসমনি'-র মত একটি গুরুত্বপূর্ণ ও জনপ্রিয় ধারাবাহিককে TRP তালিকায় শীর্ষে রাখার চাপ । অন্যদিকে উচ্চমাধ্যমিকের মতো গুরুত্বপূর্ণ পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার চাপ । অধিকাংশ ক্ষেত্রে প্রথমকেই এগিয়ে রাখেন অনেকে । লেখাপড়া চলে যায় ব্যাকবেঞ্চে । কিন্তু দিতিপ্রিয়া দু'দিকেই সমান তালে মনোযোগ দিয়েছিলেন । একেবারে সব্যসাচীর মতো । আর তাতেই সাফল্য ।

.

দিতিপ্রিয়া তাঁর আগাম লেখাপড়ার পরিকল্পনা নিয়ে আমাদের বলেন, "খুব ভালো লাগছে আমার। আমি এর পরে ইংলিশ কিংবা সোশিওলজি নিয়ে পড়তে চাই । তবে কোথায় পড়ব, সেটা এখনও ঠিক করিনি ।"


মাধ্যমিকে ভালো রেজ়াল্ট করে আর্টস বিভাগে উচ্চমাধ্যমিকে ভরতি হয়েছিলেন দিতিপ্রিয়া । তিনটে সাবজেক্টে লেটার মার্ক্স পেয়েছেন তিনি..ইংলিশ, এডুকেশন ও মিউজিকে ।

.
এত ভালো রেজ়াল্টের জন্য দিতিপ্রিয়াকে অভিনন্দন জানায় ETV ভারত সিতারা । সেইসঙ্গে শুভেচ্ছা জানায় তাঁর আগামী জীবনের জন্যও ।

ABOUT THE AUTHOR

...view details