কলকাতা : কলকাতার আন্তঃবিষয়ক শিল্পী ও অভিনেতা সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়ের উদ্যোগে তৈরি হয়েছে তথ্যচিত্র 'স্পটলাইট' । উত্তর কলকাতার থিয়েটারের বাণিজ্যিক প্রথাকে উৎসর্গ করে তিনি তৈরি করেছেন একটি তথ্যচিত্রটি । 'ব্রডওয়ে অফ বেঙ্গল' কিংবা পাবলিক থিয়েটারকে তুলে ধরা হয়েছে সেখানে । সৌমিত্র চট্টোপাধ্যায়, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, নীরজ কবির মতো স্বনামধন্য নাট্যব্যক্তিত্বরা এই তথ্যচিত্রের সঙ্গে যুক্ত হয়েছেন । খোঁজ নিল ETV ভারত সিতারা ।
বাংলার নাটক কিন্তু একসময় সীমাবদ্ধ ছিল কেবলমাত্র ধনীদের অন্দরমহলেই । সেই থিয়েটারকে জনগণের উপভোগ্য করেছিলেন গিরিশচন্দ্র ঘোষের মতো বেশ কয়েকজন দিকপাল । তাঁদের উদ্যোগ ও লড়াইয়ের ফসলই এই পাবলিক থিয়েটার । এই বিষয়টিকেই খুব সুন্দরভাবে একটি 35 মিনিটের তথ্যচিত্র মারফৎ তুলে ধরেছেন সুজয়প্রসাদ ।
কমার্শিয়াল থিয়েটার নিয়ে দেশের প্রথম তথ্যচিত্র
উত্তর কলকাতার থিয়েটারের বাণিজ্যিক প্রথাকে উৎসর্গ করে তৈরি হয়েছে তথ্যচিত্র 'স্পটলাইট' ।
Bengali commercial theatre
'স্পটলাইট'এর মূল ভাবনা ও পরিচালনা সুজয়প্রসাদের । গবেষণা ও বিষয়বস্তুর উপর কাজ করেছেন রুদ্ররূপ মুখোপাধ্যায় । ক্রিয়েটিভ ডিরেক্টর ছিলেন অনিন্দ্য চট্টোপাধ্যায়, সংগীত পরিচালনা করেছেন রাতুল শংকর । সেই সঙ্গে সম্পাদনা করেছেন উত্তরণ দে । ক্যামেরার দায়িত্ব সামলেছেন সার্থক আশ এবং রিসার্চে সাহায্য করেছেন তুফান সিংহরায় । এস.পি.সি.ক্রাফট ও ঘোষ কম্পানির সহযোগিতায় তৈরি হয়েছে এই তথ্যচিত্র । জুলাই মাসেই দর্শকদের দোরগোড়ায় এসে কড়া নাড়বে 'স্পটলাইট' ।
Last Updated : Jul 11, 2020, 5:06 PM IST