কলকাতা : 'শ্বশুরবাড়ি জিন্দাবাদ' ধারাবাহিকের প্রধান চরিত্রে অভিনয় করছিলেন ঐশ্বর্য সেন, মৈনাক সহ আরও অনেকে। আর অন্যদিকে 'অদলবদল' রিয়েলিটি শোটির প্রধান মুখ ছিলেন অভিনেতা কাঞ্চন মল্লিক। কিন্তু আচমকাই দু'দিন আগে 'শ্বশুরবাড়ি জিন্দাবাদ'-এর সমাপ্তি ঘোষণা করে দেওয়া হয়। বন্ধ করে দেওয়া হচ্ছে 'অদল বদল' ও।
আচমকা বন্ধের মুখে টেলিভিশনের একঝাঁক ধারাবাহিক
মাস কয়েক হল বাংলা টেলিভিশনে শুরু হয়েছে ধারাবাহিক 'শ্বশুরবাড়ি জিন্দাবাদ' ও নতুন এক রিয়্যালিটি শো 'অদল বদল'। এই দুটি শো-ই বন্ধ হতে চলেছে। সঙ্গে বন্ধ হতে চলেছে 'জাহানারা' আর 'মনসা'-ও।
এর পাশাপাশি স্টুডিয়ো পাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে আরও দুটি বাংলা ধারাবাহিক 'জাহানারা' ও 'মনসা' খুব শীঘ্রই শেষ হতে চলেছে। গত একবছর চলার পর 'জাহানারা' ধারাবাহিকের সমাপ্তি ঘটতে চলেছে। আর অন্যদিকে 2018 সালে শুরু হওয়া 'মনসা' ধারাবাহিকও বন্ধ হওয়ার মুখে।
'জাহানারা' বা 'মনসা'-র মতো ধারাবাহিকের বন্ধ হয়ে যাওয়াটা স্বাভাবিক। কারণ, প্রায় এক বছরের উপর চলছে এগুলো। কিন্তু, সদ্য শুরু হওয়া 'শ্বশুরবাড়ি জিন্দাবাদ' বা 'অদল বদল'-কে কেন তুলে নেওয়া হচ্ছে? চ্যানেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বলেন যে, দর্শকের জন্য তারা নতুন কিছু আনতে চলেছেন। তাই তুলে নেওয়া হচ্ছে এই ধারাবাহিকগুলো।