পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

ছোটো পরদায় দেব, ব্যাপারখানা কী ? - দেবের খবর

ডান্স রিয়েলিটি শোয়ের বিচারক পদে অভিনেতা-সাংসদ দেব । টেলিভিশনের উর্ধ্বমুখী জনপ্রিয়তা উপেক্ষা করা যায় কি ?

Dev with Mithun chakrabarty
Dev with Mithun chakrabarty

By

Published : Nov 30, 2020, 7:58 PM IST

কলকাতা : বাংলার নামী অভিনেতারা বেশ কয়েক বছর ধরেই একটি ট্রেন্ড ফলো করছেন । অভিনয়ের পাশাপাশি তাঁরা অনেকেই নন ফিকশন রিয়ালিটি শো-তে নিজেদের সময় দিচ্ছেন । টেলিভিশনের মাধ্যমে দর্শকের ঘরে ঘরে পৌঁছে যাওয়ার সেরা সুযোগ তো এটাই । কেউ সঞ্চালক হিসেবে নজর কাড়ছেন তো কেউ আবার বিচারকের আসনেও বসছেন । সেই তালিকায় এবার নাম লেখালেন সুপারস্টার দেব ।


স্টার জলসার ধারাবাহিক 'হাসিওয়ালা অ্যান্ড কোম্পানি' শেষ হওয়ার পরপরই আসছে 'ডান্স ডান্স জুনিয়র' রিয়ালিটি শো সিজ়ন 2 । আর এই শোয়ার মধ্যে দিয়েই ছোটো পরদায় কামব্যাক করছেন মহাগুরু মিঠুন চক্রবর্তী । তাঁর পাশে বিচারকের আসনে বসেছেন দেব ।

.
অভিনয়ের পাশাপাশি দেব যে নাচেও পারদর্শী, সে সকলেরই জানা । এটি দেবের বিচারক হিসেবে প্রথম কাজ । তাঁকে এই ভূমিকায় দেখতে উৎসুক হয়ে রয়েছেন অগণিত অনুরাগীরা ।

শুধু তাই নয়, স্টার জলসার সূত্রে খবর, মিঠুনদা আর দেবের সঙ্গে বিচারকের আসনে বসবেন মনামি ঘোষও । সব মিলিয়ে এক দারুণ এন্টারটেইনমেন্ট প্যাকেজ হতে চলেছে 'ডান্স ডান্স জুনিয়র' ।

ABOUT THE AUTHOR

...view details