পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

হিন্দি সহ আরও অনেক ভাষায় আসছে 'শ্রীময়ী' - শ্রীময়ী

এবার হিন্দিতেও দেখা যাবে 'শ্রীময়ী'। সেখানে মুখ্য চরিত্রে অভিনয় করবেন রূপালি গঙ্গোপাধ্যায় । তবে শুধু হিন্দিই নয়, আরও বেশ কয়েকটি ভারতীয় ভাষায় তৈরি হতে চলেছে 'শ্রীময়ী' ।

ে্ি

By

Published : Mar 5, 2020, 11:59 PM IST

কলকাতা : এক গৃহবধূর লড়াই ও উত্থানের কাহিনি বলে ধারাবাহিক 'শ্রীময়ী'। ইন্দ্রাণী হালদার অভিনীত ধারাবাহিকের TRP-ও বেশ ভালো । এখন সেই শ্রীময়ীকেই 'অনুপমা'র রূপে দেখতে চলেছে দর্শক । কীভাবে ?

সাধারণত হিন্দি ধারাবাহিকের বিষয়বস্তুকে বাংলার উপযোগী তৈরি করে তা দর্শকের সামনে পেশ করা হয় । কিন্তু কোনও বাংলা ধারাবাহিক যদি হিন্দি বা একাধিক ভারতীয় ভাষায় তৈরি হয়, তাহলে বিষয়টা জমে যায় । এর আগে 'ভুতু' ধারাবাহিক হিন্দিতে তৈরি করা হয়েছে । এবার পালা 'শ্রীময়ী'-র । তবে শুধু হিন্দিই নয়, আরও বেশ কয়েকটি ভারতীয় ভাষায় তৈরি হতে চলেছে 'শ্রীময়ী' । অবশ্যই নাম পালটে । যদিও মারাঠিতেও এই ধারাবাহিকটি অত্যন্ত জনপ্রিয় । যেকোনও ধারাবাহিকের কাছে এটা একটা বড় সাফল্যের জায়গা ।

হিন্দিতে যে 'শ্রীময়ী'-র চরিত্রে যাঁকে দর্শকরা দেখবেন, ধারাবাহিকে তাঁর নাম 'অনুপমা'। ইতিমধ্যেই প্রোমো দেখানো হয়েছে । সামনে এসেছে অনুপমার চেহারা, অভিনেত্রীর পরিচয়ও । বাংলার মেয়ে রূপালি গঙ্গোপাধ্যায়কে দেখা যাবে অনুপমার চরিত্রে । আগামী 16 মার্চ থেকে টিভিতে সম্প্রচারিত হবে ধারাবাহিকটি ।

রূপালি গঙ্গোপাধ্যায়

এদিকে চরিত্রর জন্য নিজেকে একটু একটু করে তৈরি করছেন রূপালি । ধারাবাহিকে একজন কত্থক নৃত্য শিল্পীর চরিত্রে দেখা যাবে তাঁকে । আর তার জন্য রীতিমতো রেওয়াজও করছেন তিনি । চরিত্রর মধ্যে ঢোকার জন্য আমেদাবাদের সূর্য মন্দিরে গরমের মধ্যে খালি পায়ে নাচতেও দেখা গেছে তাঁকে ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details