কলকাতা : এক গৃহবধূর লড়াই ও উত্থানের কাহিনি বলে ধারাবাহিক 'শ্রীময়ী'। ইন্দ্রাণী হালদার অভিনীত ধারাবাহিকের TRP-ও বেশ ভালো । এখন সেই শ্রীময়ীকেই 'অনুপমা'র রূপে দেখতে চলেছে দর্শক । কীভাবে ?
সাধারণত হিন্দি ধারাবাহিকের বিষয়বস্তুকে বাংলার উপযোগী তৈরি করে তা দর্শকের সামনে পেশ করা হয় । কিন্তু কোনও বাংলা ধারাবাহিক যদি হিন্দি বা একাধিক ভারতীয় ভাষায় তৈরি হয়, তাহলে বিষয়টা জমে যায় । এর আগে 'ভুতু' ধারাবাহিক হিন্দিতে তৈরি করা হয়েছে । এবার পালা 'শ্রীময়ী'-র । তবে শুধু হিন্দিই নয়, আরও বেশ কয়েকটি ভারতীয় ভাষায় তৈরি হতে চলেছে 'শ্রীময়ী' । অবশ্যই নাম পালটে । যদিও মারাঠিতেও এই ধারাবাহিকটি অত্যন্ত জনপ্রিয় । যেকোনও ধারাবাহিকের কাছে এটা একটা বড় সাফল্যের জায়গা ।