পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে 'থালি গার্ল' শ্রাবন্তী - srabanti chatterjee

একসময় ধারাবাহিকভাবে কোয়েল মল্লিককে দেখা গেছে 'থালি গার্ল'-এর ভূমিকায় । এবছর শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে দেখা যাবে 'থালি গার্ল'-এর ভূমিকায় ।

ছবি

By

Published : Oct 22, 2019, 2:08 PM IST

কলকাতা : এবারের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব নিয়ে জল্পনা-কল্পনা বহুদিন আগে থেকেই শুরু হয়ে গেছে । কারণ এবার 25 বছরে পা দিতে চলেছে এই চলচ্চিত্র উৎসবটি । সেজন্য নতুনভাবে সাজানো হচ্ছে নন্দনকেও । জোরকদমে চলছে সংস্কারের কাজ । এবারের উৎসবে চেয়ারম্যান পদে দায়িত্ব পেয়েছেন পরিচালক রাজ চক্রবর্তী । ৮ নভেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান ।

প্রতিবার উৎসবের 'থালি গার্ল'কে নিয়ে শুরু হয় আগ্রহ । একসময় ধারাবাহিকভাবে কোয়েল মল্লিককে দেখা গেছে 'থালি গার্ল'-এর ভূমিকায় । এবছর শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে দেখা যাবে 'থালি গার্ল'-এর ভূমিকায় ।

শোনা যাচ্ছে, উৎসবের উদ্বোধনীতে প্রতিবারের মতো এবারও থাকছেন জয়া বচ্চন এবং অমিতাভ বচ্চন । থাকতে পারেন শাহরুখ খান, মহেশ ভাট ও শাবানা আজ়মি। তবে কাজল থাকবেন কি না, সে বিষয়ে চূড়ান্তভাবে কিছুই জানানি তিনি । উৎসবে উপস্থিত থাকতে পারেন

এবছর উৎসবের উদ্বোধনী ছবি হিসেবে থাকতে পারে সত্যজিৎ রায়ের 'গুপী গাইন বাঘা বাইন'। এছাড়াও থাকতে পারে বুদ্ধদেব দাশগুপ্ত এবং মৃণাল সেনের ছবি ।

ABOUT THE AUTHOR

...view details