কলকাতা : 'মহাতীর্থ কালীঘাট' ধারাবাহিকে এর আগে দেখানো হয়েছে, কালীঘাট মন্দিরের প্রতিষ্ঠা হয়ে গেছে । মন্দির প্রতিষ্ঠার পর গল্প এগিয়ে এসেছে 250 বছর ।
কোথায় লুকিয়ে রয়েছে পরমেশ্বরী ? - set visit
তিন সন্তানের মা হতে চলেছে সর্বানি । অন্যদিকে খুঁজে পাওয়া যাচ্ছে না তার ছোটো মেয়ে পরমেশ্বরীকে । সব মিলিয়ে টান টান উত্তেজনা এখন ধারাবাহিকে ।
মহাতীর্থ কালীঘাট
এখন গল্প আবর্তিত হচ্ছে রামপ্রসাদ, সর্বানি, সিদ্ধেশ্বরী সহ অন্যান্য চরিত্রদের নিয়ে । এই সপ্তাহে দর্শক দেখতে পাবেন, সর্বানি মা হতে চলেছে । তিন সন্তানের জন্ম দিতে চলেছে সে । অন্যদিকে, তাদের ছোটো মেয়ে পরমেশ্বরীকে খুঁজে পাওয়া যাচ্ছে না ।
গল্পে আর কী কী ঘটতে চলেছে তা ETV ভারত সিতারাকে জানালেন 'মহাতীর্থ কালীঘাট'-র প্রধান চরিত্র দেবাঞ্জন চ্যাটার্জি ও সৃজিতা মুখার্জি ।
Last Updated : Jul 18, 2019, 11:12 AM IST