পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

নিমাইয়ের সন্ন্যাস গ্রহণের সঙ্গে শেষ হবে 'মহাপ্রভু শ্রী চৈতন্য' - kolkata

নিমাই এবার সন্ন্যাস ধর্ম গ্রহণ করে মা ও বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে চলে যাবেন । সঙ্গে শেষ হবে ধারাবাহিকেরও । ETV ভারত সিতারাকে এমন খবরই দিলেন ধারাবাহিকের মুখ্য চরিত্রে থাকা আর্য ও শ্রীমা ।

মহাপ্রভু শ্রী চৈতন্য

By

Published : Jul 17, 2019, 10:54 AM IST

Updated : Jul 17, 2019, 12:32 PM IST

কলকাতা : 'মহাপ্রভু শ্রী চৈতন্য' ধারাবাহিকে প্রতি পর্বে নতুন নতুন অনেক কিছুর সাক্ষী থেকেছেন দর্শকরা । যার মধ্যে অন্যতম নিমাই, বিষ্ণুপ্রিয়ার বিয়ে । ধারাবাহিকটি পার করেছে 700 টি পর্বও ।

বিষ্ণুপ্রিয়ার সঙ্গে বিয়ে হলেও নিমাই বারবার নিজেকে সাধারণ মানুষের মধ্যেই রাখতে চেয়েছেন । তাই ঘর-সংসার সেভাবে করা হয়ে ওঠেনি তাঁর । সম্প্রতি রথযাত্রা উৎসবে নিমাইকে মারার অনেক প্রচেষ্টা করা হয় । কিন্তু সব প্রচেষ্টাকে ব্যর্থ করে নিমাইকে আগলে রাখে বিষ্ণুপ্রিয়া ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

এত কিছুর পরেও নিমাই তার মা আর বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে গোয়ায় গিয়ে পিণ্ডদান করে চৈতন্যদেব রূপে ভূষিত হতে চলেছে । সেখান থেকে সে সন্ন্যাস ধর্ম গ্রহণ করবে। বিষ্ণুপ্রিয়ার আর নিমাইকে পাওয়া হয় না ।

তবে খারাপ খবর, শেষ হতে চলেছে 'মহাপ্রভু শ্রী চৈতন্য' । দর্শকরা ধারাবাহিকের শেষ পর্বটি দেখতে পাবেন 27 জুলাই । ধারাবাহিক শেষের আগে ETV ভারত সিতারাকে আর্য ও শ্রীমা জানালেন তাদের গল্পের শেষটা ।

Last Updated : Jul 17, 2019, 12:32 PM IST

ABOUT THE AUTHOR

...view details